আমার কোন ক্ষোভ নেই – সালমা তানজিয়া

Picsart_24-03-02_20-37-25-222.jpg

আমার কোন ক্ষোভ নেই
আশা নেই, কোন প্রত্যাশাও না,
কেবল স্বপ্ন ছিল একটা-
একদিন আলো আসবেই।
এসেছে আলো আজ।

গনগনে তেজ নিয়ে তার
লেলিহান শিখায় গিলে ফেলেছে
তরতাজা একশত প্রাণ।
আর আমরা তখন রাজউকের
নথি ঘাটছি আগুনে পোড়া
বিল্ডিং এর জ্ন্ম রহস্য নিয়ে।

সেকি বিশুদ্ধ গর্ভসঞ্জাত নাকি জারজ?

আমাদের বিলাপগুলোর ব্যাপ্তি
এখন ন্যানো সেকেণ্ডেরও কম,
ফেসবুকে একটি পোস্ট বা
কষ্টের ইমোজির মধ্যে আঁটকে পরে
গুমরে কাঁদছে আমাদের বেদনার বোধ।
আমরা নিত্য খুন করি সত্যকে,
শুদ্ধ বোধকে,
দরদী দৃষ্টিকে,
সহনশীল শ্রবণকে।

খুন করি মানুষ হয়ে জন্ম নেওয়া আমাকে।

আমরা সবাই আসলে
নিষ্ঠুরতম খুনী একেকজন।

যাদের দণ্ড দেবার জন্য
কেউ নেই কোথাও!

সালমা তানজিয়া
কবি, লেখক ও সরকারী কর্মকর্তা।

আরও লেখা পড়ুন।

আমার মেয়ের আধো আধো বোলে – সালমা তানজিয়া

আরও লেখা পড়ুন।

অপরাজিতা – সালমা তানজিয়া

আরও লেখা পড়ুন।

নিরেট অন্ধকারে নির্ঘুম কেটেছে কাল রাত – সালমা তানজিয়া

আরও লেখা পড়ুন।

জলে ভাসা জীবন – সালমা তানজিয়া

আরও লেখা পড়ুন।

আঠারোর অবুঝ অনুভব – সালমা তানজিয়া

আরও লেখা পড়ুন।

সোনালী আঁশের দুঃখ – উম্মে সালমা তানজিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top