সোনালী আঁশের দুঃখ – উম্মে সালমা তানজিয়া
ডুবে ডুবে পাট কেটে জাগ দেয় জলে
আধেক শরীর তার থাকে জল তলে,
সোনালি আঁশেই তার ঘুরে যাবে দিন
উদাস দু’চোখ জুড়ে স্বপ্ন রঙিন।
পানিতে দাঁড়িয়ে তারা করে জলযোগ
জীবনকে এভাবেই করে উপভোগ,
চটপট খাওয়া সেরে ফের নামে কাজে
সময় নষ্ট করা তার কি গো সাজে!!
সোনার আগামী হবে সোনালি আঁশে
সুখের সে অনুভবে প্রাণ খুলে হাসে,
আনন্দ জোয়ারে ভেসে যাবে সংসার
তিনবেলা মাছে ভাতে করবে আহার।
কৃষকের ঘামে ভেজা সোনালি ফসল
কম দামে কিনে নেয় যত পাটকল,
ডলারে বিকোয় পাট দেশ ও বিদেশে
সুখ কেনে বণিক এই সোনালি আঁশে।
ভীষণ ব্যথায় কাঁদে কৃষক হৃদয়
জীবনে আসেনা তার সোনালি সময়।
উম্মে সালমা তানজিয়া
সরকারী কর্মকর্তা
কবি ও লেখক