৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিএজি কার্যালয়ের বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বিশেষ প্রতিনিধিঃ ৫২তম বর্ষপূর্তি ও চার (১২ মে থেকে ১৫ মে) দিনব্যাপী বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় সহ সারা বাংলাদেশের সব নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ অনলাইনে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. নুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি উন্নত বাংলাদেশ গড়ার জন্য গৎবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে, সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো বলেন, সরকারি সম্পদের যথাযথ কার্যকর ও মিতব্যয়ীতার সঙ্গে ব্যবহার হচ্ছে কি না, তা মূল্যায়নের ক্ষেত্রে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেবা সহজীকরণ করে সেবাগ্রহীতাগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সার্ভিস অটোমেশনের পাশাপাশি বিভিন্ন অফিসে আগত সেবা গ্রহীতাগণ, বিশেষ করে সম্মানিত পেনশনার ও সরকারি চাকরিজীবী এবং অন্যান্য সেবাগ্রহীতাকে আন্তরিকতার সাথে এ ডিপার্টমেন্ট নিয়মিত সেবা প্রদান করে যাচ্ছে এবং সেবাগ্রহীতাগণ সহজে দ্রুত সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন।
তিনি সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অধিকতর নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
আলোচনাসভায় হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী, ডেপুটি সিএজি (সিনিয়র) মো. শরীফুল ইসলাম এবং সিজিডিএফ এ এইচ এম শামসুর রহমানসহ নিরীক্ষা ও হিসাব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনলাইনে সংযুক্ত ছিলেন।
আরও সংবাদ পড়ুন।
প্রধান উপদেষ্টার কাছে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোঃ নূরুল ইসলাম এর রিপোর্ট
আরও সংবাদ পড়ুন।
সার্চ কমিটির সদস্য হলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
ঠাকুরগাঁওয়ে দুর্নীতি দমন কমিশনের ফাঁদ মামলা: ঘুস গ্রহণের সময় অডিটর ও হিসাবরক্ষণ কর্মকর্তা আটক
আরও সংবাদ পড়ুন।
অডিট অধিদপ্তরের ডিজি সোহেল ও প্রধান অর্থ কর্মকর্তা আবুল কালামের ঘুস দাবী; তদন্ত শুরু
আরও সংবাদ পড়ুন।
সাবেক অডিটর মজিবুর জাল জালিয়াতি করে নিয়েছেন সুযোগ সুবিধা; তিনি ভূয়া মুক্তিযোদ্ধা
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
সিএজি পদত্যাগ ও অডিটর পদকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে বিক্ষোভ চলছে
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
২০২৩ সালের জুন পর্যন্ত ৮৭ লাখ কোটি টাকার অডিট আপত্তি; জাতীয় বাজেটের তুলনায় ১৩ গুণ বেশি