সিএজি পদত্যাগ ও অডিটর পদকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে বিক্ষোভ চলছে

Picsart_24-09-08_18-25-18-834.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সিএজি পদত্যাগ ও অডিটর পদকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে বিক্ষোভ চলছে

সাগর চৌধুরীঃ সারাদেশের অডিট অ্যান্ড একাউন্টস বিভাগে অডিটরদের বেতন গ্রেড বৃদ্ধির চলমান আন্দোলন ঘিরে ক্যাডার-নন ক্যাডার দ্বন্দ্ব প্রকট হয়ে সরকারের হিসাব ও নিরীক্ষা কার্যক্রম স্থবির, বিপাকে পড়েছেন সেবা প্রার্থীরা।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৪) কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) নূরুল ইসলামের পদত্যাগ ও অডিটর পদকে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে কাকরাইলে অডিট ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নন-ক্যাডার কর্মচারীরা।

আন্দোলন কারীরা জানায়, প্রথমে মিছিল নিয়ে অডিট ভবনের সামনে আসেন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস (নন-ক্যাডার) কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে থেকেই অডিট ভবনের ফটকের সামনে অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মিছিল নিয়ে আন্দোলনকারীরা ভবনের সামনে এসে ভেতরে যাওয়ার অনুরোধ জানান। কিন্তু তাদের ভেতরে যেতে দেওয়া হয়নি। ভেতরে ঢুকতে না পেরে অডিট ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।

এ সময় সিএজিকে পদত্যাগ করতে হবে, এক পদে দুই গ্রেড, মানি না, মানব না ইত্যাদি শ্লোগানে প্রকম্পিত করে ফেলে। 

ভূক্তভোগী নন-ক্যাডার কর্মচারীরা জানান, ছাত্র-জনতার গণ অভ্যূত্থানের ফলে সরকার পরিবর্তনের পর নিজ পদ হারানোর আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন সিএজি নূরুল ইসলাম। অনুগত ও অন্যায় সুবিধাভোগী কতিপয় ক্যাডার কর্মকর্তাদের মাধ্যমে ডিপার্টমেন্টের নন ক্যাডার কর্মচারীদের হাতে রাখতে ১১ তম গ্রেডের অডিটরদের ১০ গ্রেড, ১০ গ্রেডের সুপারদের ৯ম গ্রেড এবং ৯ম গ্রেডের নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তাদের ৭ম গ্রেড উন্নীতকরণের প্রতিশ্রুতি দেন।

কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) নূরুল ইসলামের পদত্যাগের দাবীতে সোচ্চার আন্দোলন কারীরা।

এর প্রতিবাদে আজ সোমবার বেলা ১টার দিকে নন ক্যাডার কর্মচারীরা ‘বৈষম্যবিরোধী কর্মকর্তা ও কর্মচারী সমন্বয় পরিষদ’-এর ব্যানারে ২০ দফা দাবিসংবলিত একটি লিফলেট বিলি করেন। এতে পদ্ধতিগত ও প্রশাসনিক বিভিন্ন সংস্কারের দাবি জানানো হয়। তবে আন্দোলনকারীরা বলছেন, এখন তাদের মূল দাবি হলো, অডিটর পদকে দশম গ্রেড ঘোষণা করে সরকারি আদেশ জারি করা হোক।

আন্দোলন কারীরা গণমাধ্যমকে বলেন, অডিটর পদটি ১১তম গ্রেডের। কিন্তু এটিকে ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়ে আদালতের রায় আছে। ২০১৮ সালে ৬১ জনকে ১০ম গ্রেড দেওয়া হয়েছে। গত ১১ সেপ্টেম্বর আরও ৭৫২ জনের বিষয়ে সরকারি আদেশ জারি হয়েছে। একই পদে থেকে কেউ ১১তম গ্রেডে, আর কেউ ১০ম গ্রেডে, এটি বৈষম্যমূলক। তাদের মূল দাবি অডিটর পদটিকে পূর্ণাঙ্গভাবে ১০ম গ্রেডে উন্নীত করে সরকারি আদেশ জারি করতে হবে।

তবে, তাদের মূলদাবী পদ ১০ গ্রেড এ উন্নীত নয়, ১০ম গ্রেডের প‌ক্ষে জনপ্রশাসন মন্ত্রনালয়, আইন মন্ত্রনালয় ও মহামান‌্য হাইকো‌র্টের রায় বাস্তবায়‌নের জন্য এই বি‌ক্ষোভ – আন্দোলন।


উল্লেখ্য, গত বেশ কয়েক দিন ধরেই আন্দোলন চলছে। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে সারাদেশে। উপজেলা থেকে জেলা, জেলে থেকে বিভাগীয় শহর, সর্বশেষ প্রধান কার্যালয়ে। আন্দোলন কারীরা তাদের দাবী পুরন না হতে ফিরবে না বলেও জানান।

আন্দোলন কারীরা আরও জানান, অনেক রকম হুমকি দামকি দিচ্ছে। বদলির মতো সরকারি বিধান দিচ্ছে, আন্দোলন দমাতে।

আরও সংবাদ পড়ুন।

চাটুকার, দুর্নীতি পরায়ণ ও অযোগ্য সিএজি নূরুল ইসলামের পদত্যাগ দাবি

আরও সংবাদ পড়ুন।

সারাদেশে অডিটরদের কর্মবিরতি, অর্থ পরিশোধ ব্যবস্থায় স্থবিরতা

আরও সংবাদ পড়ুন।

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অডিটরদের কর্মবিরতি; গণ–অবস্থান 

আরও সংবাদ পড়ুন।

জনগণের অর্থের সঠিক ব্যয় নিশ্চিত করতে সিএজি’কে রাষ্ট্রপতির নির্দেশ

আরও সংবাদ পড়ুন।

গৌরনদী’র সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা সুধাংশু কুমার ও তার স্ত্রী পরমিতার বিরুদ্ধে – দুদকের মামলা

আরও সংবাদ পড়ুন।

২০২৩ সালের জুন পর্যন্ত ৮৭ লাখ কোটি টাকার অডিট আপত্তি; জাতীয় বাজেটের তুলনায় ১৩ গুণ বেশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top