পিরোজপুরে জেলা হিসাব রক্ষক অফিসের চার কর্মকর্তা গ্রেপ্তার

Picsart_23-12-27_19-49-49-045.jpg

অপরাধ প্রতিবেদকঃ পিরোজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুর্নীতিকাণ্ডে জেলা হিসাবরক্ষক অফিসের চার কর্মকর্তা ও এলজিইডি অফিসের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল ২০২৫) রাতে তাদেরকে গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানা হেফাজতে রাখা হয়।

গ্রেপ্তার হওয়ারা হলেন পিরোজপুর ডিস্ট্রিক্ট এ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. মোহাসীন, এসএএস সুপার মো. মাসুম হাওলাদার ও নজরুল ইসলাম, সাবেক ডিস্ট্রিক্ট এ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. আলমগীর হাসান এবং পিরোজপুর এলজিইডি অফিসের হিসাবরক্ষক একেএম মোজাম্মেল হক খান।

এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) পিরোজপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম ২৩ জনকে অভিযুক্ত করে ৮টি মামলা দায়ের করে। এদের মধ্য থেকে বুধবার ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সীমাহীন দুর্নীতির কারণে দেশব্যাপী আলোচনায় আসে পিরোজপুর এলজিইডি অফিস। এরপর স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডি’র প্রধান কার্যালয় থেকে অনেকগুলো তদন্ত টিম পিরোজপুর এলজিইডি অফিসে সীমাহীন দুর্নীতির প্রমাণ পায়।

কাজ শেষ না করেই ঠিকাদারী প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি।

সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পিরোজপুর এলজিইডি অফিস ও জেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তাদের যোগসাজসেই সীমাহীন এ দুর্নীতির ঘটনা ঘটেছে।

আরও সংবাদ পড়ুন।

চরফ্যাশন উপজেলা হিসাব রক্ষন অফিস তালাবদ্ধ!কেউ জানে না স্টাফরা কোথায়?

আরও সংবাদ পড়ুন।

ঠাকুরগাঁওয়ে দুর্নীতি দমন কমিশনের ফাঁদ মামলা: ঘুস গ্রহণের সময় অডিটর ও হিসাবরক্ষণ কর্মকর্তা আটক

আরও সংবাদ পড়ুন।

অডিট অধিদপ্তরের ডিজি সোহেল ও প্রধান অর্থ কর্মকর্তা আবুল কালামের ঘুস দাবী; তদন্ত শুরু

আরও সংবাদ পড়ুন।

সাবেক অডিটর মজিবুর জাল জালিয়াতি করে নিয়েছেন সুযোগ সুবিধা; তিনি ভূয়া মুক্তিযোদ্ধা

আরও সংবাদ পড়ুন।

সিএজি পদত্যাগ ও অডিটর পদকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে বিক্ষোভ চলছে

আরও সংবাদ পড়ুন।

সারাদেশে অডিটরদের কর্মবিরতি, অর্থ পরিশোধ ব্যবস্থায় স্থবিরতা

আরও সংবাদ পড়ুন।

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অডিটরদের কর্মবিরতি; গণ–অবস্থান 

আরও সংবাদ পড়ুন।

গৌরনদী’র সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা সুধাংশু কুমার ও তার স্ত্রী পরমিতার বিরুদ্ধে – দুদকের মামলা

আরও সংবাদ পড়ুন।

এস এম রেজভী হলেন নতুন হিসাব মহানিয়ন্ত্রক

আরও সংবাদ পড়ুন।

সার্চ কমিটির সদস্য হলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম

আরও সংবাদ পড়ুন।

চাটুকার, দুর্নীতি পরায়ণ ও অযোগ্য সিএজি নূরুল ইসলামের পদত্যাগ দাবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top