আমার মেয়ের আধো আধো বোলে – সালমা তানজিয়া

আমার মেয়ের আধো আধো বোলে একুশ আসে বারে বারে আমাদের ছোট ঘরে। একুশ হাসে রাতের আকাশে ধবল জোছনাতে হাসে সূর্য রাঙা ভোরে। একুশ আমার রক্তস্রোতে দ্রোহের গাঢ় লাল একুশ আমার অজর অমর চেতনার মহাকাল, মাতৃভাষার মহিমা গেয়েছে একুশ কণ্ঠ ছেড়ে স্বাধীন স্বদেশ ঘুমিয়ে ছিল একুশেরই অন্তরে। দুঃখিনী বর্ণমালার দুঃখ মুছিয়ে দিতে তাই রক্ত ঝরাল রাজপথ … Continue reading আমার মেয়ের আধো আধো বোলে – সালমা তানজিয়া