আমার মেয়ের আধো আধো বোলে – সালমা তানজিয়া

Picsart_22-01-19_10-15-28-085.jpg

আমার মেয়ের আধো আধো বোলে
একুশ আসে বারে বারে আমাদের ছোট ঘরে।
একুশ হাসে রাতের আকাশে ধবল জোছনাতে
হাসে সূর্য রাঙা ভোরে।

একুশ আমার রক্তস্রোতে দ্রোহের গাঢ় লাল
একুশ আমার অজর অমর চেতনার মহাকাল,
মাতৃভাষার মহিমা গেয়েছে একুশ কণ্ঠ ছেড়ে
স্বাধীন স্বদেশ ঘুমিয়ে ছিল একুশেরই অন্তরে।

দুঃখিনী বর্ণমালার দুঃখ মুছিয়ে দিতে তাই
রক্ত ঝরাল রাজপথ জুড়ে রফিক শফিক ভাই
কোটি প্রাণ গায় এক সুরে গান দিনের প্রথম প্রহরে
একুশ বেঁধেছে সারা পৃথিবীকে মায়ের ভাষার ডোরে।

সালমা তানজিয়া
কবি ও লেখক
সরকারী কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top