অপরাজিতা – সালমা তানজিয়া

Picsart_22-01-19_10-15-28-085.jpg

অপরাজিতা – সালমা তানজিয়া

ভালোবাসা হারিয়ে গেলে থাকেনা জীবন,
তুমি আমি কবরে শোয়ানো লাশের মতন
ঝিম মেরে পড়ে থাকি শেষ বিচারের দিনের
প্রতীক্ষায়। অনন্তকালের পথে নিঃশব্দে হেঁটে
চলা নক্ষত্রদলের সাথি হতে সাধ হয়, যদিও
ক্ষণিক আয়ু নিয়ে আসা জীবনের রথ থেমে
যায়, নিঃশেষ হয়ে যায় সব অভিমান, ব্যথা,
চোখের বর্ষার দিন আর রঙিন ফানুসগুলো।

সুজন স্বজন কত শত, তারাও রাখেনা মনে,
যেমন থাকেনা আকাশের জাবেদা খাতায়ও
তারাদের ঝরে যাবার কথা, কান্নার ইতিবৃত্ত।
প্রেম থাকে সবার উপরে, মানুষের জন্য প্রেম,
টাকা কড়ি হেম সবকিছু থেকে অমূল্য যাহা,
অমরাবতীর সেই অনুভব অপরিমেয় হোক
বিশ্ব চরাচরে। সময় বাড়ন্ত এখানে মানুষের,
একবার হারিয়ে গেলে কালের করাল থাবায়,
কোনদিন ফিরে আসে না কেউ আর পৃথিবীর
গোধূলির গাঢ় বিষন্নতায়, ধবল আলোর রাতে
ভোরের কমলা আলোর পবিত্র প্রগাঢ় উষ্ণতায়।

ইস্কাটন গার্ডেন
২৪/০১/২০২২
সালমা তানজিয়া
কবি ও লেখক
সরকারী কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top