নিরেট অন্ধকারে নির্ঘুম কেটেছে কাল রাত – সালমা তানজিয়া
নিরেট অন্ধকারে নির্ঘুম কেটেছে কাল রাত
শুনেছি আমি ঝরে পরা তারাদের আর্তনাদ।
আকাশের বিষাদ, ছুঁয়েছে আমাকে নিদারুণ
বিষন্নতায়। হৃদপিণ্ডের খুব কাছে আষ্টেপিষ্টে
বাঁধা ছিল যেই জন,তার চলে যাবার বেলায়
ভেসেছিল দুচোখ যতটা,অন্তঃশীলা ছিল যে
অশ্রু কে জেনেছে সেই অতল জলের বেদনার
গান! একজন হয়ত অবুঝের মত করে গেছে
অভিমান, চলে গেছে সব সুর, সব গান নিয়ে।
যেমন করে ক্ষয়ে যায় নক্ষত্রেরা, মরে যায় ধবল
জোৎন্সা আকাশের কান্না উপেক্ষা ক’রে ক’রে।
তুমি, আমি ও সেও যাবে চলে, ফুরিয়ে গেলে
ভুবনের সাথে সব লেনাদেনা, অথবা ঋণীই
রয়ে যাব হয়ত সহস্র জন্মান্তরে কোন একজন
অচেনা বিধাতার কাছে। শিরোধার্য করে নেব
যা দিবেন দণ্ডাজ্ঞা। প্রশ্নহীন সৃষ্টির দৃষ্টির স্পর্ধা
সইবেন কি বিচারকর্তা সেদিন? প্রিয়তম যার
যুক্তির খেলা, ভীষণ অবহেলায় অসহায়কে
হারিয়ে দেওয়াতেই যার সব সুখ ছিল একদিন?
নিরেট নিরবতায় হারানো যায় স্রষ্টার মত
বিপুল প্রতিপক্ষকে, মানুষ বুঝবে এ কথা
সেদিন। বোঝেনি যা হাজারবার জীবনের
করুণ সময়ে, এই পৃথিবীতে সে ছিল যেদিন।
সালমা তানজিয়া
কবি ও লেখক
সরকারী কর্মকর্তা