একটি সেতুর গল্প – অজয় দাশগুপ্ত
ঐ দেখা যায় পদ্মা নদী
ঐ দেখা যায় সেতু
কানা তোমার অন্ধ হবার
অামরা জানি হেতু
তোমার যেমন মাথায় গোবর
গোবর থিংক ট্যাংক
তাদের কথায় নাচতে গিয়ে
ধপাস বিশ্ব ব্যাংক
কোথায় তোমার নাইকো মামলা
কোথায় গেলেন অাবুল?
তালেবানী খোয়াব মনে
পাকিস্তান অার কাবুল।
ভাবলে তুমি বকলে প্রলাপ
থাকবে মানুষ ডরে
পিলার বসার অাগেই বললে
সেতুটা নড়বড়ে।
গোঁয়ার্তুমি আহাম্মকি
জীবনে ছাড়বে না
সব শেয়ালের হুক্কা হুয়া,
” পারবে না, পারবে না”।
তোমার কাজ তো গ্রেনেড মারা
ভাঙা মুজিব, লালন
মূর্তি ভাঙায় মদদ দিয়ে
উগ্র জঙ্গী পালন।
পারবে কি, না পারবে না, তা
জানতো শেখের মেয়ে
কারো কাছে হাত পাতে নি
অর্থ ভিক্ষা চেয়ে।
নিজের টাকায় গড়া সেতুর
কীর্তি যে অক্ষয়
মনোবীণায় শেখ হাসিনা
জয় বাংলার জয়।