অপরাজিতা – সালমা তানজিয়া

অপরাজিতা – সালমা তানজিয়া ভালোবাসা হারিয়ে গেলে থাকেনা জীবন, তুমি আমি কবরে শোয়ানো লাশের মতন ঝিম মেরে পড়ে থাকি শেষ বিচারের দিনের প্রতীক্ষায়। অনন্তকালের পথে নিঃশব্দে হেঁটে চলা নক্ষত্রদলের সাথি হতে সাধ হয়, যদিও ক্ষণিক আয়ু নিয়ে আসা জীবনের রথ থেমে যায়, নিঃশেষ হয়ে যায় সব অভিমান, ব্যথা, চোখের বর্ষার দিন আর রঙিন ফানুসগুলো। সুজন … Continue reading অপরাজিতা – সালমা তানজিয়া