জলে ভাসা জীবন – সালমা তানজিয়া
কলার ভেলায় সাজিয়ে নিয়ে সমস্ত তার ধন
ডুব সাঁতারে যাচ্ছে কোথায় প্রাকৃত একজন,
বানের জলে ভাসিয়ে নিল এক জীবনের সব
কোন সে পাপের দণ্ড দিলেন দোজাহানের রব!
হেসে খেলেই চলছিলো তার ছোট্ট সুখের ঘর
ছিল জরী-পরী কন্যা দুটি বিধির দেওয়া বর,
বাড়ীর পাশের চিলতে জমি সোনার খনি তার
সেই জমিতে ফলতো ফসল চায়নি কিছু আর।
জরী-পরীর মাকে নিয়েই সুখের সে সংসার
ডাল ভাতেরই খাবারে তার সুখ ছিলো অপার,
দুচোখ ভরা স্বপন নিয়ে কাটছিলো দিন ভালো
বন্যারই জল জীবনকে তার আঁধারে ডুবালো।
যেই দিকে চায় কূল দেখেনা শুধুই অথৈ জল
মাঝ নদীতে ডুববে কি তার শেষের এ সম্বল?
বানের জলে যায় মিশে তার চোখেরই বাদল
স্বপ্ন-জীবন নেয় কেড়ে এক শ্রাবণেরই ঢল।
হায়রে জীবন এমন কেন খেলিস খেলা তোর
এক নিমেষে ফেলিস খুলে সকল সুখের ডোর,
নিঃস্ব হয়ে যাচ্ছে মানুষ তোর খেয়ালের ভুলে
কতজনার সুখের ভুবন কলার ভেলায় দোলে।
সালমা তানজিয়া
কবি ও লেখক
সরকারী কর্মকর্তা