কবি – শাহানা সিরাজী

PicsArt_03-17-09.06.53.jpg

কবি – শাহানা সিরাজী

কবি আমি
স্বপ্ন দেখি নির্মল পৃথিবী
একটি সাম্য এবং সমতার পৃথিবী
মানুষকে মানুষের মতো দেখতে চাই
পঞ্চইন্দ্রীয়ের নিভাঁজ উপস্থিতি
মানবতার গান নিয়ে সামনে দাঁড়ায়

কবি আমি
শাল-পিয়ালের নিরাপদ শ্বাস চাই
চাই পদ্ম-মেঘনার প্রমত্ত ঢেউ
আস্তাকুঁড়ে পড়ে থাকা মানুষের জন্য চাই নিশ্চিত ঠিকানা –

কবি আমি
চাই স্বচ্ছতা স্বাচ্ছন্দ্যের পৃথিবী
উঠে যাক কাঁটাতার, পাখিদের মতো
এ মাটি থেকে সে মাটি দৌড়াতে চাই
চাই হতে মাটির ঘ্রাণে মাতাল

কবি আমি অন্তরসরোবরকে আকাশের মতো দেখতে চাই
যেখানে হাবুডুবু খাবে তুমি আমি পদ্মরাগে অমিয় ঝংকার তুলে একাকার হবো, বিশ্ববাসী পুলকিত হবে
চমকে উঠবে,দেখবে নবকালের ঝর্ণাধারা নৃত্যের তালে পথ করছে রচনা

কবি আমি
এক মুঠো লালচালের ভাত,একটু হেলেঞ্চাতেই খুশি
চাই কেবল ভালোবাসার প্রগাঢ় সাগরজল
যেখানে হাজার কোটি মানুষ শান্তির স্নান করে জুড়াবে প্রাণ,এক পাশে ভাঙা টেবিলে দোয়াত রেখে লিখে যাবো
আজন্ম বাসনার ইতিবৃত্ত –

কবি আমি
সূঁতোছেঁড়া ঘুড়ি উড়তে চাই মথুরা থেকে মক্কা
খুঁজে নিতে চাই কল্পালোকের নিবিড় বিছানা
সেখানে কেবল তুমি,কেবল আমি আর সব উন্মাদনা
একটি আদালত একটিই মামলা বাকি সব হারানো ছলনা-

কবি আমি
ধবংস করে দিতে চাই যাবতীয় বুলেট বোমা
মানুষের মনে ঢেলে দিতে চাই প্রেম হাতে দিতে চাই উইন্সন কলম; মানুষ করবে প্রেমের বন্দনা
এ আকাশ আমাদের
এ বাতাস আমাদের
এ মাটি- নদী-গাছ-পাখি আমাদের
মানুষ লিখুক নদী দখলের বিরূপ প্রতিক্রিয়া
মানুষ লিখুক খুন-,ধর্ষণের ইতিকথা
মানুষ লিখুক ভালোবাসার উপকথা
মানুষের অন্তর হোক উন্মোচন
দেখুক নিজের আয়নায় নিজের প্রতিচ্ছবি

কবি আমি
কোথাও জন্ম কোথাও মৃত্যুর আকণ্ঠ মোহনায়
মৃত্যুকে করতে চাই স্যালুট, জন্মের ইতিহাস মানুষ লিখুক-

কবি আমি
শুধু ভালোবাসতে চাই
একান্ত তোমাকেই…

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top