রাঙা মাটির পথে
মোঃ আঃ কুূদদূস
আমার কবিতা আজ হারিয়েছে ভাষা
স্বপ্নগুলো প্রাণহীন, একদম ভাসাভাসা
আবেগহীন শূন্য হৃদয়,ভাবলেশহীন আমি
কবে যে হৃদয়ের কথা বুজবে তুমি?
আমার কথা শেষ হয় তা বলার আগে
জ্বলে পুড়ে মরছি অনুরাগ বিরাগে
কেন তুমি আকাশ পাতাল চিন্তা করো?
যা নিজের তাকে কিভাবে ছাড়তে পারো?
আমার আপনজন পর হয় যখন তখন
ব্যথা দিতে হয় না একটুও কৃপন,
তবু তুমি কেন বুঝো না আমার মন?
আমি যে তোমার জনম জনমের আপন।
আমার কল্পনা আজ হারিয়েছে শক্তি
কোথাও খুঁজে পাই না তোমার ভক্তি
কেন তুমি হয়ে গেছ আপনভোলা?
আমি যে তোমার থাকি বেলা অবেলা।
আমার স্বপ্ন আজ হারিয়েছে আলপনা
বর্ণহীন, ধূসর হয়ে গেছে কল্পনা
কেন আজ চলে যাও দূর বহুদূরে?
ফেলে আমায়, রাঙা মাটির পথ ধরে।