তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদ্ দূস এর কবিতা।

PicsArt_05-06-12.36.56.jpg

সন্ধ্যার সারথি
মোঃ আঃ কুদদূস

তুমি মোর সন্ধ্যার সারথি,
সন্ধ্যারাগে পাখির কিচির মিচিরতায়,
নীরে ফেরার তাড়া যে অতি
বুকের মাঝে একটি শূন্য হৃদয়।।

সূর্য এখনই ঘুমিয়ে যাবে
ঘনিয়ে আসবে গৌধূলীর আধার
তার পরেই চাঁদের আলো ছড়াবে
সে আলোতে মুখাবয়ব খুঁজব তোমার।

সবাই এখন বাসায় ফিরবে
আপনজন আছে প্রতীক্ষায়,
আমি আছি কোন ভরসায়?
কোথায়,কতদূরে তুমি হে সুহৃদ?

এমনি করে আজ হতে কালান্তরে,
যতদিনে যতবার আসবে সন্ধ্যাতারা
এই বাটে একজন ভাববে লোকান্তরে
নিরবে, নিভৃতে লাল টুকটুকে কৃষ্ণচূড়া।

তুমি মোর সন্ধ্যা মালতী,
এই সন্ধ্যায় মোর একটা আরতি
হে প্রিয়ে,মুখ খুলে হাসো আরেকবার
হারাতে চাও যদি এই জগতমাঝার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top