প্রবঞ্চনা
মোঃ আঃ কুদদূস
হারিয়ে গেছে যা হারাবার
পেয়েছি যা ছিল পাওয়ার
শুধু রয়ে গেছে এক গুচ্ছ রজনীগন্ধা
আর নির্মল একটি হাসিমুখ।
আকাশের বিশাল বুকে একখন্ড কালো মেঘ
প্রত্যাশার সূর্যকে ঢেকে ফেলেছে।
এক আকাশ ভালোবাসা,
সাত সাগর প্রেম,
সবই প্রচ্ছন্ন, ধূসর; কালো মেঘের
প্রগাঢ় অন্ধকারের কবলে!
এটাও কি সম্ভব এই ভর দুপুরে?
সকল ভাবনা পুড়ে গেছে বহ্নি অনলে।
সত্যিই হারিয়ে গেছে সব প্রাপ্তি,
রয়ে গেছে অনেক অতৃপ্তি।
কালো চশমার ফ্রেমে সব কুহেলিকার ধোঁয়া,
রং হারিয়ে বেরঙয়ের ঢঙ।
বড্ড বেশি করুণা হয়
শুধু একটি প্রতিশ্রুতিকে
ভেঙ্গে খান খান করার জন্য।
যদি রাখতেই না পারবে তবে এক ডালি
তরতাজা প্রতিজ্ঞা দিয়েছিল কেন সেদিন?
সে কি তব মূঢ়তা
নাকি ছলনার অভিনব অভিনয়
নাকি ছিনিমিনি খেলার পূরাতন অভ্যাস?
আমি স্পষ্টতই তব প্রবঞ্চনা
বুঝি নি। শুধু বুঝতে চেয়েছি সরলতা,
সৌখিনতা ও প্রেমের নিঃসীম গভীরতা।
জীবনের বেলাভূমিতে দাঁড়িয়ে আজ বুঝি
সে আমার কত বড় ভুল ছিল!
আজ তার খেসারত দিতেই হবে।
মায়াহীন অবশিষ্ট জীবনের তরী
মহাসমুদ্রের মহাস্রোতে ভাসাতেই হবে
এটাই আমার নিষ্ঠুর নিয়তি।
তবুও তুমি ভাল থেকো,
থেকো নিম পাতার ন্যায় সবুজ ও সতেজ
পূণর্বার কাউকে তিক্ততা দিও না
কারণ, সবার অদৃষ্ট সর্বদা নিঠুর হয়ে ওঠে না।