বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ১৪ কর্মকর্তা

Picsart_23-11-11_10-00-23-127.jpg

সুপারনিউমারারি পদ বলতে বোঝায়, পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয় ভাবে বিলুপ্ত হবে।

সাগর চৌধুরীঃ আজ রবিবার (১৮ ফেব্রুয়ারী ২০২৪) বাংলাদেশ সরকার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছেন ১৪ জন উপপুলিশ মহাপরিদর্শককে।

এদের মধ্যে চারজনকে স্থায়ী পদে এবং ১০ জনকে সুপারনিউমারারি পদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদ দিয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে জননিরাপত্তা বিভাগ।

সুপারনিউমারারি পদ বলতে বোঝায়, পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয় ভাবে বিলুপ্ত হবে।

পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, ঢাকার অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপপুলিশ মহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদ, ঢাকা হাইওয়ে পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমান ভূঞা এবং পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক মো. তওফিক মাহবুব চৌধুরী স্থায়ী পদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

আর সুপারনিউমারারি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন, ঢাকা পুলিশ টেলিকমের উপপুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান, ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (উপপুলিশ মহাপরিদর্শক) মো. ময়নুল ইসলাম, ঢাকার স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের উপপুলিশ মহাপরিদর্শক গোলাম কিবরিয়া, চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, ঢাকার অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক কুসুম দেওয়ান, ঢাকা পুলিশ টেলিকমের উপপুলিশ মহাপরিদর্শক বশির আহম্মদ, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক মো.আনোয়ার হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার ও ড. খ. মহিদ উদ্দিন এবং রংপুর রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মো. আবদুল বাতেন।

পদোন্নতিপ্রাপ্তদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

আরও সংবাদ পড়ুন।

সুপার নিউমারি পদ সৃষ্টি – পুলিশের ৫২৯ কর্মকর্তা পদোন্নতি পাচ্ছেন

আরও সংবাদ পড়ুন।

হাবিবুর রহমান ডিএমপির নতুন কমিশনার

আরও সংবাদ পড়ুন।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন আইজিপি – সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন

আরও সংবাদ পড়ুন।

রাষ্ট্রপতির সাথে আইজিপির সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top