হাবিবুর রহমান ডিএমপির নতুন কমিশনার

Picsart_23-09-20_14-50-54-006.jpg

হাবিবুর রহমান ডিএমপির নতুন কমিশনার। ফাইল ছবি।

সাগর চৌধুরীঃ হাবিবুর রহমান ‘কে ডিএমপির নতুন কমিশনার হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর ২০২৩) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের চাকরির মেয়াদ শেষ হবে ৩০ সেপ্টেম্বর।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

হাবিবুর রহমান ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা জেলায় পুলিশ সুপার হিসেবে কাজ করেন।

তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত সহকারী মহাপরিদর্শক (সংস্থাপন), উপ-মহাপরিদর্শক এবং উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হন।

সবশেষ ট্যুরিস্ট পুলিশ ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

আরও সংবাদ পড়ুন।

পুলিশের তিন কর্মকর্তা অতিরিক্ত আইজিপি হলেন

আরও সংবাদ পড়ুন।

ডিএমপির বিশেষ কল্যাণ সভায় – আইজিপি

আরও সংবাদ পড়ুন।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন আইজিপি – সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top