চাঁদপুরে মেঘনায় জেলেদের হামলায় ১০ নৌ-পুলিশ আহত
জেলা প্রতিনিধিঃ চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে নেমে জেলেদের হামলায় নৌ-পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন।
আজ রোববার সকালে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকায় মেঘনা নদীতে অভিযানের সময় জেলেরা এ হামলা চালালে পাল্টা রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে বলে জানায় নৌ-পুলিশ।
জেলেদের ছোড়া ইট-পাটকেলে আহত নৌ-পুলিশের সদস্যরা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন, পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম (৪১), কনস্টেবল ফেরদৌস শেখ (২৬), কাউসার (৩০), আল মামুন (৩৪), আমিন (৩৪), হেলাল উদ্দিন (৫৪), নিলয় (২৮), মুনায়েম (২৬), নায়েক শাহজাহান (৪০), ইকবাল (৩৪)।
গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে সব ধরনের মা শিকার নিষিদ্ধ করেছে সরকার।
নৌ-পুলিশের পরিদর্শক মো. মুজাহিদুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষা কার্যক্রমে অংশ নিতে ঢাকা হেডকোয়ার্টার থেকে ১০০ জন নৌ-পুলিশ সদস্য নিয়ে চাঁদপুরে আসেন।
একটি লঞ্চ ও পাঁচটি স্পিডবোট যোগে নৌ-পুলিশের দলটি মেঘনায় মা ইলিশ রক্ষায় অভিযানে নামে।
এ সময় সংঘর্ষ ঘটে জানিয়ে তিনি বলেন, আত্মরক্ষার জন্য রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়েছে নৌ-পুলিশ।