সরকারী ভূমিতে ভবন নির্মানের অভিযোগ

PicsArt_03-02-09.01.29.jpg

সরকারী ভূমিতে ভবন নির্মানের অভিযোগ

হেমায়েতুল ইসলাম পিং খোরশেদ আলম মিয়া, আজ লিখিত ভাবে wnews360.com এর সম্পাদক ও প্রকাশক বরাবর একটি বার্তা লিখেন, আমরা মতামত প্রকাশের ক্ষেত্রে স্বাধীন এবং তার বক্তব্য হুবহু তুলে ধরলাম।

যথাযথ সম্মান পূর্বক জানাচ্ছি যে, আমি হেমায়েতুল ইসলাম পিং খোরশেদ আলম মিয়া, সাং পদ্মা মনসা ০৪ নং, কাচিয়া ০৬ নং ওয়ার্ড৷ আমার মা আনোয়ারা বেগম, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা মৌজা এস,এ খতিয়ান ২৮৮, জে,এল, নং ৫৯ তৌজি নং ৩২ উক্ত খতিয়ানে মোট জমি ২ একর ৯৭ শতাংশ। দাগ ৫৪৮ অপর ১৭ টি।

দলিল রেকর্ড অনুবলে ১৬০ শতাংশ জমির মালিক৷ বাকি জমি ১.২৭ শতাংশ জমি সরকার ভিপি গেজেট ক্রমিক নং ৬১, কেস নং ২৯৭/৭৮-৭৯ তাং ০৯/০৭/৭৯ শ্রীনাথ পত্র গং হরিচরন মাহারা খতিয়ান নং এস,এ ২৮৮৷

দাগ নং ৫৪৮ অপর ১৭টি পরিমান ১.২৭ নাল ও পুকুর উক্ত জমি আমি আনোয়ারা বেগমের ছেলে হেমায়েতুল ইসলাম পিকু ২৫ বৎসর বিগত বছর গুলোতে / প্রতি বছর সরকারী রাজস্ব প্রদান পূর্বক ভোগ দখল করে আসতেছি যা বোরহানউদ্দিন এসিল্যান্ড কর্তৃক ডিসিআর প্রদান করেন৷ বর্তমানে মইফুল বেগম স্বামীঃ অলিউল্লাহ সরকারের জমি আত্মসাৎ করার লক্ষে জাল দলিল সৃজন করে বিচারক হাবিবা মন্ডলের আদালতে ভূল কাগজপত্র সৃজন পূর্বক রায় হাসিল করে৷ পরবর্তীতে আমি জেলা প্রশাসককে জানালে তিনি এডিসি মহোদয় এর মাধ্যমে আপিল করে উক্ত রায় বাতিল করেন৷ বর্তমানে মামলাটি অর্পিত সম্পত্তি ১৯৯/১৪ রায় প্রকাশের জন্য ১৫/০৪/২০২১ ইং তাং ধার্য্য করা হয়েছে৷

বিজ্ঞ ভোলার যুগ্ন জেলা ও দায়রা জজ ১ম আদালতের মহোদয়ের মামলাটি বিচারাধীন আছে৷ যোগ্য ও নীতিবান হাকিম থাকায় কোন রকমে ভুল তথ্য দিয়ে রায় হাসিল করতে পারবে না মনে করে এসিল্যান্ড বোরহানউদ্দিন এর কাছে ভুল তথ্য উপস্থাপন করে উপজেলা ভূমি স্যারভেয়ার ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ভুল তথ্য উপস্থাপন করে উক্ত ময়ফুল ডিসিআর হাসিল করেন৷ দীর্ঘ ১২ বছর মইফুল বেগম গং সরকার বাহাদুরের বিপক্ষে মামলা পরিচালনা করে আবার তারা চলতি বছর উক্ত ময়ফুল ডিসিআর পায়৷ আমি বাংলা ১৪০৭ হতে ১৪২৬ সন পর্যন্ত ডিসিআর সূত্র ভোগ দখল করে আসছি৷ বর্তমান বছরে আমি আবেদন করেছি৷ বর্তমান ১৪২৭ সালে মইফুল বেগম গং ১৯৯/১৪ মামলা বাদী নামে বিচারাধীন থাকা স্বত্বেও ভূমি কর্মকর্তাগন কিভাবে ডিসিআর প্রদান করেন এবং তার উক্ত
ভিপি জমিতে ৫ তলা ভবন নির্মান কাজ চলমান রয়েছে৷

আমি গনমাধ্যমে বিষয়টি ন্যায় বিচারের স্বার্থে প্রকাশ করার জন্য অনুরোধ করলাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top