সততার ঢোল – এইচ আর শফিক

Picsart_22-01-18_11-29-36-269.jpg

সততার ঢোল – এইচ আর শফিক

প্রতিবেশী, বন্ধু, সহযোদ্ধা অথবা সহকর্মী অধিকাংশ ব্যক্তিরাই সাথেগল্প আড্ডায় সততার ঢোল পিটিয়ে নিজেদের ভালো মানুষ হিসেবে জাহির করেন। সকলেই নিজ নিজ অবস্থান থেকে নিজেদের সু চরিত্র, সততা, আর নিষ্ঠার বুলি আওড়ানো ঢোলের শব্দে অন্যকে মোহিত করতে চায়। সবার হাতেই সততার ঢোল। আশ্চর্য হওয়ার পাশাপাশি বিষয়টা বেশ ভালই লাগে।

আবার যখন কোন প্রশাসনের কর্তা, সমাজের দায়িত্বশীল ব্যক্তি, রাজনীতিবিদ, আলগা সমাজসেবক কারো সাথে একান্ত আলাপ আলোচনায় থাকি তখনও তাদের মুখেও নিজেদের সুচরিত্র, সততার তীব্র বিস্ফোরণে নিজের ভেতরে অট্টহাসিতে ফেটে পড়ি আমি।

তবে হ্যাঁ সেইসব মানুষের মধ্যে বেশকিছু মানুষকে সালাম যারাসত্তিকারেই চরিত্রবান,সৎ। ভালো-মন্দের এই দুনিয়ায় তুলনামূলক অনেক অংশেই ভালো মানুষ তারা।

পৃথিবীর শ্রেষ্ঠ ও কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, নমরুদ নিজেকে সৃষ্টিকর্তার সমকক্ষ মনে করেছিল, যুগে যুগে জঙ্গী, উগ্রবাদী, সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্র ও আইনের ঊর্ধ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব দাবি করেছেন কখনোই তারা তাদের দাবিতে সত্যবাদী যেমন ছিল না, তেমনি ভালো মানুষ হিসেবে ঢোল পিটিয়ে নিজেকে জাহির করলেই ভালো মানুষ হয় না।

এইচ আর শফিক
সাধারণ সম্পাদক
বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব
প্রকাশক ও সম্পাদক
সকালের খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top