বিচারকাজ আবারও ভার্চুয়ালি হবে – প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

PicsArt_01-02-03.41.06.jpg

বিচারকাজ আবারও ভার্চুয়ালি হবে – প্রধান বিচারপতি
হাসান ফয়েজ সিদ্দিকী

আদালত প্রতিবেদকঃ করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে বিচারকাজ আবারও ভার্চুয়ালি করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি২০২২) সকালে বিচারকাজ শুরু করে এ কথা বলেন তিনি।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে ভার্চুয়ালি যেতে হবে। হাইকোর্টের ১৩ বিচারপতি করোনায় আক্রান্ত। সুপ্রিম কোর্টের অনেক স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় সশরীরে কোর্টের কার্যক্রম চালানো কঠিন হবে।

এ ছাড়াও অ্যাটর্নি জেনারেল সহ বেশ কয়েকজন আইন কর্মকর্তা করোনা আক্রান্ত বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top