নিরেট অন্ধকারে নির্ঘুম কেটেছে কাল রাত – সালমা তানজিয়া

নিরেট অন্ধকারে নির্ঘুম কেটেছে কাল রাত – সালমা তানজিয়া নিরেট অন্ধকারে নির্ঘুম কেটেছে কাল রাত শুনেছি আমি ঝরে পরা তারাদের আর্তনাদ। আকাশের বিষাদ, ছুঁয়েছে আমাকে নিদারুণ বিষন্নতায়। হৃদপিণ্ডের খুব কাছে আষ্টেপিষ্টে বাঁধা ছিল যেই জন,তার চলে যাবার বেলায় ভেসেছিল দুচোখ যতটা,অন্তঃশীলা ছিল যে অশ্রু কে জেনেছে সেই অতল জলের বেদনার গান! একজন হয়ত অবুঝের মত … Continue reading নিরেট অন্ধকারে নির্ঘুম কেটেছে কাল রাত – সালমা তানজিয়া