ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ করেন, মোঃ মহসিন অতিরিক্ত সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ই মার্চ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইন্সটিটিউট এর ক্যাম্পাসে এই জমকানো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ মহসিন অতিরিক্ত সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, ভোলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আবদুল মতিন মিয়া,বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সর্দার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এয়ার কন্ডিশন এন্ড রেফ্রিজারেশন টেকনোলজির বিভাগীয় প্রধান মুজিব আলম মিঠু।
ভোলা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন দফতরের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট এর ( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মীর মঞ্জুর মোর্শেদ।