সৈয়দ রহমত প্রতারণা করে রাজউকের চাকরি হারালেন

Picsart_22-12-05_16-15-45-399-scaled.jpg

সাগর চৌধুরীঃ সৈয়দ রহমত নামের এক উচ্চমান সহকারী প্রতারণা করে চাকরি হারিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর ২০২৪) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. ছিদ্দিকুর রহমান সরকার একটি অফিস আদেশ জারি করে চাকরি থেকে তাকে অবসান করেন।

অফিস আদেশে তার বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়, চাকরির আবেদনপত্রে তিনি স্থায়ী ঠিকানা ফরিদপুরের পরিবর্তে ওয়ারী, সূত্রাপুর প্রদান করে জেলা কোটায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে চাকরি গ্রহণ করেছেন।

সেখানে আরও বলা হয়, শিক্ষানবিশকালে তার আচরণ ও কর্ম সন্তোষজনক না হওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরি বিধিমালা, ২০১৩ এর বিধি ৫৩ ও ৫৫; এবং বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ এর বিধি ৬(২); সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪(৭) আওতাধীন হবেন।

গত ২০২৩ সালের ১৫ নভেম্বরে নিয়োগপত্রের শর্ত মোতাবেক অসদাচরণ ও প্রতারণার দায়ে সৈয়দ রহমতকে উচ্চমান সহকারী (শিক্ষানবিশ) পদের চাকরি থেকে অবসান বা টারমিনেশন করা হলো। তবে তিনি এক মাসের বেতন প্রাপ্য হবেন।

আরও সংবাদ পড়ুন।

রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামের বিরুদ্ধে দুদকের চার্জশিট

আরও সংবাদ পড়ুন।

গুলশান, বনানী, দিলকুশা ও মহাখালীতে রাজউকের ৩৯টি বাড়ী দখলে – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন-০৪ -এর ইমারত পরিদর্শকের বিরুদ্বে – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.) রাজউক চেয়ারম্যানের পদে যোগদান

আরও সংবাদ পড়ুন।

মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকার রাজউকের নতুন চেয়ারম্যান

আরও সংবাদ পড়ুন।

রাজউক কর্মচারী ওবায়দুল্লাহর অ্যাকাউন্টে ১০২ কোটি টাকা!

আরও সংবাদ পড়ুন।

রাজউক তো আপদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান

আরও সংবাদ পড়ুন।

হাইকোর্ট – রাজউক কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির বিষয়ে জানতে চান

আরও সংবাদ পড়ুন।

হাইকোর্ট রাজউকের কোটিপতি কর্মচারীদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top