গুলশান, বনানী, দিলকুশা ও মহাখালীতে রাজউকের ৩৯টি বাড়ী দখলে – দুদকের অভিযান

Picsart_23-12-27_19-49-49-045.jpg

রাজধানীর গুলশান, বনানী, দিলকুশা ও মহাখালীতে রাজউকের মালিকানাধীন ৩৯টি সরকারি বাড়ি ব্যক্তি মালিকানায় দখল করে রাখার অভিযোগে দুদক অভিযান পরিচালনা করে।

সাগর চৌধুরীঃ রাজধানীর গুলশান, বনানী, দিলকুশা ও মহাখালীতে রাজউকের মালিকানাধীন ৩৯টি সরকারি বাড়ি ব্যক্তি মালিকানায় দখল করে রাখার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) -এ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

রাজউকের কর্মকর্তাদের বক্তব্য ও অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় গুলশানে ২৭টি, বনানীতে ৪টি সহ মোট ৩৯টি সরকারি জমি দখলে থাকার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

রাজউক অবৈধ দখলদারদের উচ্ছেদ করে গুলশান আবাসিক এলাকার ১৫টি পরিত্যক্ত/বিতর্কিত প্লটে অ্যাপার্টমেন্ট ভবন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এবং অন্যান্য প্লটে একাধিক মালিকানা ও মামলা সংক্রান্ত জটিলতা থাকায় পরবর্তী ধাপে ভূমি অধিগ্রহণ করবে মর্মে অভিযানকালে দুদক টিম তথ্য পায়।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম গণমাধ্যমে জানান, অভিযানে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

আরও সংবাদ পড়ুন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন-০৪ -এর ইমারত পরিদর্শকের বিরুদ্বে – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

রাজউকে দুর্নীতির সিন্ডিকেট গঠন; ঘুষের গ্রহন সহ একাধিক অভিযোগে – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

রাজউকের অফিস সহকারী আব্দুর রউফের বিরুদ্ধে – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

রাজউক এর নিয়ম ভঙ্গ করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকার রাজউকের নতুন চেয়ারম্যান

আরও সংবাদ পড়ুন।

ঘুস দিয়ে অনুমোদন নেওয়া মসজিদে নামাজ পড়া নাজায়েজ – গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top