রাজউকের অফিস সহকারী আব্দুর রউফের বিরুদ্ধে – দুদকের অভিযান

Picsart_23-09-15_04-28-34-239.jpg

রাজউকের অফিস সহকারী আব্দুর রউফের বিরুদ্ধে – দুদকের অভিযান

সাগর চৌধুরীঃ আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর২০২৩) আব্দুর রউফ, অফিস সহকারী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর বিরুদ্ধে ভুয়া কাগজপত্র সৃষ্টি করে আজাহান নামীয় ব্যক্তির পূর্বাচলের ৫ কাঠার প্লট অবৈধভাবে দখলের অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে, আজাহান ২০০৬ সালে আব্দুর রউফকে প্লটটি বিক্রির ক্ষমতাসহ আম মোক্তার নামা (Power of Attorney) দলিলে হস্তান্তর করেন।

কিন্তু আব্দুর রউফ ২০১৪ সালে নিজ স্ত্রী শাহনাজের কাছে প্লটটি ১৪,০০,০০০ টাকা দলিলমূল্যে বিক্রি করেন।

এক্ষেত্রে আব্দুর রউফ কর্তৃক কোন জাল-জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে কি-না রেকর্ড পত্র ভিত্তিক পর্যালোচনা পূর্বক বিস্তারিত প্রতিবেদন টিম কমিশন দাখিল করবে।

আরও সংবাদ পড়ুন।

রাজউক তো আপদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান

আরও সংবাদ পড়ুন।

রাজউক কর্মচারী ওবায়দুল্লাহর অ্যাকাউন্টে ১০২ কোটি টাকা!

আরও সংবাদ পড়ুন।

রাজউক কি কোটিপতি বানানোর কারখানা! অবৈধ কোটিপতি কারা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top