এবারের ৪২তম বিসিএস পরীক্ষায়; ৩১ ম্যাজিস্ট্রেট নিয়োগ

PicsArt_02-16-08.23.25.jpg

এবারের ৪২তম বিসিএস পরীক্ষায়; ৩১ ম্যাজিস্ট্রেট নিয়োগ

বিশেষ প্রতিবেদকঃ ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা কেন্দ্রের ভেতরে ও বাইরের আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে সরকার।

এছাড়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কন্ট্রোল রুমের জন্য আরও ছয়জনকে নিয়োগ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিসিএস প্রশাসন ক্যাডারের ৩১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ১০ (৫) ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা অর্পণ করে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ৫ ধারার বিধান অনুযায়ী তাদের নিয়োগ করা হয়েছে।

নিয়োগকৃতদের আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় পিএসসিতে অনুষ্ঠিতব্য সেমিনারে উপস্থিত ও পরীক্ষার দিন সকাল ১০টায় পিএসসিতে রিপোর্ট করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

আগামী ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪২তম বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top