মনপুরায় কৃষকদের জমি কেটে অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ; মানববন্ধন স্থানীয়দের

Picsart_24-11-21_21-03-36-296.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ভোলা জেলার মনপুরা উপজেলায় কৃষকদের ফসলি জমি নষ্ট করে ও জমির মূল্য পরিশোধ না করে অপরিকল্পিত ভাবে বেড়িবাঁধ নির্মানের অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। 

জেলা প্রতিনিধিঃ মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার এলাকায় ডিপিপি প্রকল্পের আওতায় নতুন বেড়িবাঁধ নির্মান কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এ বেড়িবাঁধ নির্মানের জন্য কৃষকদের একমাত্র আয়ের উৎস ধানের জমিগুলো অপরিকল্পিত ভাবে কেটে নিচ্ছে কর্তৃপক্ষ। অন্যদিকে এখন পর্যন্ত ভুমি মালিকরা জমির মূল্য বুঝে পাননি। 

এ ব্যাপারে কৃষকরা সম্মিলিতভাবে বাধা দিলেও তারা তা মানছে না। অন্যদিকে এলাকার একটি প্রভাবশালী মহল দিয়ে হুমকি অব্যাহত রাখা হয়েছে বলেও জানিয়েছে কৃষকরা।

তারা আরো বলেন, মনপুরা রক্ষার জন্য বেড়িবাঁধ নির্মান করা হোক এটা আমাদের প্রাণের দাবী। কিন্তু এ বেড়িবাঁধের জন্য আমাদের ফসলি জমির মাটি কাটার পূর্বে কর্তৃপক্ষ আমাদের সাথে কোন প্রকার আলোচনা না করে তাদের ইচ্ছে মতো চাষাবাদের জমিগুলো ধ্বংস করে দিচ্ছে। 

আরো জানা গেছে, সরকারি নিয়ম হচ্ছে নদীর তীর থেকে ১০০ মিটার দূরত্বে বেড়িবাঁধ নির্মান করতে হবে। কিন্তু স্থানীয় কৃষকদের অভিযোগ, ওই এলাকার প্রভাবশালীরা কাজ শুরুর আগে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে হাত মিলায়। এতে ঠিকাদার প্রতিষ্ঠান প্রভাবশালীদের জমি রক্ষা করতে গিয়ে কোথাও কোথাও ২৪শত থেকে ১৬শত মিটার দূরত্বে বেড়িবাঁধ নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। 

স্থানীয়রা জানান, এভাবে নদীর পাশে কৃষকদের চাষাবাদের জমি রেখে মাটি কাটলে অধিকাংশ কৃষকরা তাদের শেষ সম্বলটুকু হারিয়ে পথে বসবে। এ বেড়িবাঁধের উদ্দেশ্য মনপুরার মানুষদের জীবনমান রক্ষা করা এবং কৃষকরা যাতে বছরে দুইবার তাদের জমিতে ফসল উৎপাদন করতে পারে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, বেড়িবাঁধের বাইরের জমিগুলোতে জোয়ারের পানির সমস্যার কারনে বছরে একবারের বেশী ফসল উৎপাদন করতে পারছে না কৃষকরা। তাই অসহায় কৃষকদের বাচাঁতে তদন্ত সাপেক্ষে এ গুরুত্বপূর্ণ বিষয়টি আমলে নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী দৃষ্টি কামনা করেন মনপুরার ভুক্তভোগী কৃষকরা।

এলাকার কৃষক, আমির হোসেন, আবদুল খালেক, ওমর ফারুক, আবদুল মোতালেবসহ অনেকে জানান, বেড়িবাঁধের ঠিকাদার প্রতিষ্ঠান স্থানীয় ওলিউল্যাহ চেয়ারম্যান ও কিছু সংখ্যক প্রভাবশালীদের সাথে হাত মিলিয়েছে।

যার কারণে ঠিকাদার প্রতিষ্ঠান প্রভাবশালীদের জমি বাঁচাতে গিয়ে আমাদের মতো অসহায় কৃষকদের জমিগুলো কেটে মনগড়া বেড়িবাঁধ নির্মান করছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

তারা আরো বলেন, এ ঠিকাদারি প্রতিষ্ঠান শুধু আমাদের জমিই ধ্বংস করছে না। তারা ড্রেজার দিয়ে নদীর তীরের নিকটবর্তী ম্যানগ্রোভের কাছে থেকে প্রতিদিন মাটি কেটে নিচ্ছে। 

জানা যায়, ভোলা জেলার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। তারা কাজের নিম্মমান, ঘুষ গ্রহন, ঠিকাদারদের সাথে আতাত করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।

ইতোমধ্যে অনেক কাজের অনিয়ম ও দূর্নীতির তদন্ত করছে দুদক।

আরও সংবাদ পড়ুন।

তেতুলিয়া নদীর বেড়ীবাঁধ তৈরীতে অনিয়ম ও দূর্নীতি; প্রকৌশলী ও ঠিকাদারের বরাদ্দ আত্মসাৎ

আরও সংবাদ পড়ুন।

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনের দেউলা ও সাচড়া ইউনিয়নে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ধসে পড়ছে; আশংকায় স্থানীয়রা

আরও সংবাদ পড়ুন।

পানি উন্নয়ন বোর্ডের দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনের খাসমহলবাজার,পুলিশ ফাঁড়িসহ স্থানীয়দের বাঁচাতে বেড়ীবাঁধ ও ব্লকবাঁধ জরুরি

আরও সংবাদ পড়ুন।

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে অবৈধভাবে বেড়ীবাঁধের ভেতর থেকে কৃষি জমির মাটি কাটছে; নিরুপায় জনগণ

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে অবৈধভাবে বেড়ীবাঁধের ভেতর থেকে কৃষি জমির মাটি কাটছে; নিরুপায় জনগণ

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে কালীগঙ্গা নদী পাড়ের মাটি কাটায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে অবৈধ বালুর ড্রেজার মেশিন চালনা করার অপরাধে পনের হাজার টাকা জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top