পানি উন্নয়ন বোর্ডের দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

Picsart_23-12-27_19-49-49-045.jpg

সাগর চৌধুরীঃ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নকশাবহির্ভূত কাজ করে অর্থ আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের দুই প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ মে ২০২৪) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—খুলনার মেসার্স আমিন অ্যান্ড কোং-এর স্বত্বাধিকারী মো. রুহুল আমিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাতক্ষীরা উপ-বিভাগ-২ পরিচালন ও রক্ষণাবেক্ষণ অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাকারিয়া ফেরদৌস এবং উপ-সহকারী প্রকৌশলী অনি দাস।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে কনস্ট্রাকশন অব ড্রেনেজ কাম ফ্লাশিং রেগুলেটর ২ ভেন্ট অন কুলুটিয়া খাল প্রকল্পে নকশাবহির্ভূতভাবে ছয় মিটারের শিট পাইলের স্থলে তিন মিটার শিট পাইল ব্যবহার করে। এতে আসামিরা সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। পরে কমিশন থেকে মামলার অনুমোদন দিলে সোমবার (২০ মে) মামলাটি দায়ের করা হয়।

তদন্তের সময় অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও মামলায় অন্তর্ভুক্ত করা হবে বলে উল্লেখ করা হয়।

আরও সংবাদ পড়ুন।

কাজে দায়িত্বহীনতার প্রমাণ পেলে কঠোর শাস্তি – পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

আরও সংবাদ পড়ুন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অব.)জাহিদ ফারুক – বাঁধের পাশাপাশি বৃক্ষরোপনের কোন বিকল্প নেই

আরও সংবাদ পড়ুন।

অবৈধ বালু উত্তোলনে বন্ধ করতে হবে – ডিসিদের ​নির্দেশ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top