আজ ভোলার ৩ টি উপজেলা পরিষদের নির্বাচন শুরু হয়েছে সকাল থেকে, চলবে বিকাল পর্যন্ত। ৩টি উপজেলায় সর্তক্য প্রহরায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।
সাগর চৌধুরীঃ আজ মঙ্গলবার (২১মে ০২৪) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোলার ৩ টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
এই ৩ উপজেলার নির্বাচনে মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী অংশ নিচ্ছেন।
ভোলা জেলা নির্বাচন অফিস জানায়, আজকের নির্বাচনে জেলার ৩ উপজেলার মোট ৭ লাখ ৫১ হাজার ৪৯৪ জন ভোটার ২৫২ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৯১ হাজার ৬৪৭ জন, নারী ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৮৪১ ও হিজড়া ভোটার রয়েছে ৬ জন।
এছাড়া মোট ২৫২ টি কেন্দ্রের মধ্যে ১৩৮টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে।
এসব কেন্দ্রের জন্য নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আমাদের সকলকে নির্বাচন কমিশনের আইন মানতে হবে – জেলা প্রশাসক আরিফুজ্জামান
আরও সংবাদ পড়ুন।
উপজেলা পরিষদের ভোট – মন্ত্রী-এমপিদের প্রভাব থামাতে স্পিকারের দ্বারস্থ ইসি
আরও সংবাদ পড়ুন।
উপজেলা পরিষদের ভোট – মন্ত্রী-এমপিদের প্রভাব থামাতে স্পিকারের দ্বারস্থ ইসি
আরও সংবাদ পড়ুন।
ভোটারদের কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান – প্রধান নির্বাচন কমিশনারের