ভোলা জেলার ৩ উপজেলায়, সদর, দৌলতখান, বোরহানউদ্দিনে ৩৮ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাগর চৌধুরীঃ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোলা জেলা ৩ উপজেলায় ৩টি পদে মোট ৩৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
দ্বিতীয় ধাপে দেশের ১৬১টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ মে এসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে।
রোববার (২১ এপ্রিল ২০২৪) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে এমন তথ্য জানিয়েছেন ভোলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন।
তিনি জানান, এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে।
ভোলার ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে ভোলা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন।
দৌলতখান উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।
জানতে চাইলে, বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুর হোসেন খান বলেন, বোরহানউদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভোলা সদরে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম অনলাইনে জমা দিয়েছেন ৩ জন।
মোঃ ইউনুছ, মোহাম্মদ ইউসুফ, মোশারেফ হোসেন।
ভোলা সদরে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম অনলাইনে জমা দিয়েছেন ৪ জন। মোঃ হুমায়ুন কবির, মোঃ মিজানুর রহমান,এস, এম, আলী নেওয়াজ, মোঃ আজিজুল ইসলাম।
ভোলা সদরে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম অনলাইনে জমা দিয়েছেন ৭জন।
ছালেহা আক্তার চৌধুরী, রাবেয়া বসরী, ফারাহ আক্তার (নিশা), রেহানা ফেরদৌস, সেতারা বেগম,ফরিদা ইয়াছমিন
,জান্নাতুল ফেরদৌছ
বোরহানউদ্দিনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম অনলাইনে জমা দিয়েছেন ৪ জন।
মোঃ রাসেল, আবুল কালাম,মোঃ জাফর উল্লাহ, মোঃ মোস্তাফিজুর রহমান।
বোরহানউদ্দিনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম অনলাইনে জমা দিয়েছেন ৪ জন।
হাসিব চৌধুরী বাঁধন, মোঃ আলী হিরা,মোঃ ইসমাইল খান,
মনসুরুল আলম।
বোরহানউদ্দিনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম অনলাইনে জমা দিয়েছেন ৩ জন।
আকতারুন নেছা, মাহফুজা ইয়াসমিন, রাজিয়া সুলতানা
দৌলতখান উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মামুনুর রশীদ চৌধুরী, মোঃ ইয়াছিন,
আনিছুর রহমান (বাবুল), মোঃ মনজুর আলম খান
মোঃ আনোয়ার হোসেন।
দৌলতখান উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মোঃ সেলিম, আনোয়ারুল ইসলাম, অনিকুল ইসলাম, আবদুল অদুদ।
দৌলতখান উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। শিউলি বেগম, বিবি ফাতেমা,আইনুন নাহার রেনু বেগম, কহিনুর ওবায়েদ উল্যাহ।
দ্বিতীয় ধাপে সারা দেশের ১৬১ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে, সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে।
দেশের ৪৮১টি উপজেলা পরিষদে এবার নির্বাচন হবে চার ধাপে। এর আগে প্রথম ধাপে ১৫২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথম ধাপের ভোট গ্রহণ হবে ৮ মে।
আরও সংবাদ পড়ুন।
উপজেলা নির্বাচন – চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১লক্ষ টাকা ভাইস-চেয়ারম্যান ৭৫ হাজার টাকা
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
উপজেলা নির্বাচন – তৃতীয় ধাপে ১১২টি উপজেলার ভোটগ্রহণ ২৯ মে ২০২৪ হবে
আরও সংবাদ পড়ুন।
ভোলায় দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে মতবিনিময় সভা
আরও সংবাদ পড়ুন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনে সম্মতি রাষ্ট্রপতি’র