জেলা প্রতিনিধিঃ আজ (২৬ ডিসেম্বর ২০২৩) মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন, ভোলার আয়োজনে মোঃ শওকত আলী, বিভাগীয় কমিশনার, বরিশাল এর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে ভোলা জেলার রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণ-বিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) মাননীয় নির্বাচন কমিশনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ফারুক উল হক, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জ, আরিফুজ্জামান, জেলা প্রশাসক, ভোলা মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা।
এ সময় বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ ও ভোলা জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও সংবাদ পড়ুন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী কি কি দায়িত্ব পালন করবে – জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আরও সংবাদ পড়ুন।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর; ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
আরও সংবাদ পড়ুন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ৩০০ আসনে – ‘নির্বাচন অনুসন্ধান কমিটি’ গঠন