যেকোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে – সিইসি

Picsart_24-04-25_15-42-24-025.jpg

যেকোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে – সিইসি
    

নির্বাচন প্রতিবেদকঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যেকোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে।

তিনি বলেন, সুষ্ঠুভাবে উপজেলা নির্বাচন আয়োজনের মাধ্যমে আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি যে- বাংলাদেশে গণতন্ত্র আছে, নির্বাচন নির্বাচনের মতো হয়। উপজেলা নির্বাচন ব্যর্থ হলে বিগত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে, তা ক্ষুণ্ন হতে পারে।

আজ বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

দেশের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সিইসি বলেন, দেশের নির্বাচনে আবেগ অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়। ভোটাররা যেন নির্বিঘে্ন ভোট দিতে পারে, সে ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, যেকোন মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে। বাংলাদেশে গণতন্ত্র আছে- তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে। এ সময় সিইসি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উপজেলা নির্বাচনে যেন সহিংসতা না হয়, সেদিকে খেয়াল রাখতে নির্দেশনা দেন।

আরও সংবাদ পড়ুন।

উপজেলা নির্বাচন – চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১লক্ষ টাকা ভাইস-চেয়ারম্যান ৭৫ হাজার টাকা

আরও সংবাদ পড়ুন।

অনলাইনে দাখিল বাধ্যতামূলক উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র

আরও সংবাদ পড়ুন।

উপজেলা নির্বাচন – তৃতীয় ধাপে ১১২টি উপজেলার ভোটগ্রহণ ২৯ মে ২০২৪ হবে

আরও সংবাদ পড়ুন।

ভোলার ৩ উপজেলায় ৩৮ জনের মনোনয়নপত্র দাখিল

আরও সংবাদ পড়ুন।

ভোটারদের কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান – প্রধান নির্বাচন কমিশনারের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top