এক বাছুরের ৬ পা!
জেলা প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তরে এক বকনা বাছুর ৬ পা নিয়ে জন্মেছে। বাছুরটিকে দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ভিড় জমাচ্ছে প্রতিদিন। দেখতে দেখতে বাছুরটির বয়স এখন চার মাস চলছে। বাছুরটির পায়খানা ও প্রস্রাব করার রাস্তা দুইটি করে চারটি।
বাছুরটির মালিক মতলব উত্তর উপজেলাস্থ ছেংগারচর পৌরসভার ঠাকুর চর গ্রামের আঃ সাত্তার ঢালী।
তিনি জানান, ‘৬ পা বিশিষ্ট বাছুরটির মা অর্থাৎ গাভিটি আমি লালন-পালন করছি ৪ বছর যাবত। সাড়ে তিন মাস পূর্বে এই বাছুরটি জন্মায় ছয় পা ও পায়খানা-প্রস্রাবের দুটি করে চারটি রাস্তা নিয়ে। বাছুরটি জন্মানোর পর এটিকে দেখার জন্য প্রচুর লোক ভিড় জমাতো। কিছুটা কম হলেও এখনো মানুষ আসে এই বাছুরটি দেখার জন্য। বাছুরটি স্বাভাবিক সব ধরণের খাবার-দাবারই খাচ্ছে।’
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তানভীর আনজুম অনিক বলেন, ‘এই বাছুরটি জন্মগত ত্রুটি নিয়েই জন্মেছে। স্বাভাবিক জীবন-যাপনে আপাতত সমস্যা না হলেও পরিণত বয়সে কিছুটা সমস্যা হবেই।’