কুষ্টিয়া সদর হাসপাতালে দুদক এর অভিযান।
দুদক পি আরঃ বিভিন্ন অনিয়মের অভিযোগে কুষ্টিয়া সদর হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগ আসে, উল্লিখিত হাসপাতালের ডাক্তারগণ যথাসময়ে হাসপাতালে আসেন না, বরং তারা বাইরে প্রাইভেট প্র্যাকটিস নিয়ে ব্যস্ত থাকেন।
তৎপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া’র সহকারী পরিচালক মোঃ জাকারিয়ার নেতৃত্বে দুদক এনফোর্সমেন্ট টিম আজ (২৩/০৭/২০১৯ খ্রি.) এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপক ঘাটতি পরিলক্ষিত হয়।
এছাড়া বেশকিছু মেশিন নষ্ট অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে সেবার মান উন্নয়ন, পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হাসপাতালের তত্ত্বাবধায়ককে পরামর্শ প্রদান করে দুদক টিম।
এদিকে দুদকের অভিযানকালে হাসপাতালের একজন দালালকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৮ দিনের কারাদ- এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত ভূমি কর বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, পেপার মিলের বর্জ্য দিয়ে খালের পানি নোংরা করে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগ এবং মাদ্রাসার মাঠের গাছ অবৈধভাবে কেটে বিক্রি করার অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার, বটিয়াঘাটা, খুলনা, উপজেলা নির্বাহী অফিসার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এবং উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী, কক্সবাজার-কে পত্র প্রেরণ করেছে দুদক এনফোর্সমেন্ট ইউনিট।