মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে দুদকে আলােচনা সভা অনুষ্ঠিত
সাগর চৌধুরীঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে আজ আলােচনা সভা অনুষ্ঠিত হয়। আলােচনা সভায় দুদকের চেয়ারম্যান মোঃ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ভূমিকা অনন্য। এই আন্দোলন মাতৃভাষা বাংলাকে গৌরবের আসনে অধিষ্ঠিত করেছে। তিনি বলেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, আমাদের সকল আন্দোলন ২১শের চেতনা হতেই চূড়ান্ত রূপ লাভ করেছে। ৫২ এর ভাষা আন্দোলনের মাধ্যমে যে চেতনার উদ্ভব হয়েছিল তা বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ৬ দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত রূপ পরিগ্ৰহ করেছিল।
দুদকের চেয়ারম্যান আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান বাংলাভাষায় প্রণয়ন করে বাংলাভাষার উচ্চ মর্যাদার স্বীকৃতি দিয়েছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়।
ভাষার জন্য প্রাণ দেয়া জাতি হিসেবে আমাদের বাংলা ভাষাকে আমরা যথাযথ মর্যাদা দেব এই প্রত্যাশা ব্যক্ত করে মাননীয় চেয়ারম্যান তাঁর বক্তব্য শেষ করেন।
আলোচনা সভায় অনলাইন বক্তব্যে দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান বলেন, সারা পৃথিবীতে অসংখ্য ভাষার মধ্যে বাংলা ভাষার স্থান পঞ্চম। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হয়। কিন্তু আমরা অনেকেই এখনও শিশু সন্তানদের মুখে অন্য ভাষার বুলি শুনতে পছন্দ করি। আমাদের ভাষাকে যেমনি মনে নিতে হবে, তেমনি মেনেও নিতে হবে। আমাদের মানসিক দৈন্যতা থেকে মুক্ত হতে হবে।
দুদকের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক বলেন, আমাদের সর্বস্তরে বাংলা ভাষার আন্দোলন নিয়ে আমরা কথা বলছি। অথচ আমাদের উঁচু স্তরেই বাংলা ভাষার ব্যবহার নেই। সমাজের উচ্চ স্তরের মানুষ বাংলাভাষাকে ব্যবহার করছে না। তিনি বলেন,দেশের সর্বোচ্চ আদালতে বাংলা ভাষা ব্যবহারের উদ্যোগ নিতে হবে।
এছাড়াও বিষয়ভিত্তিক আলােচনার অংশ হিসেবে বাঙ্গালির ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা প্রসঙ্গে মহান মুক্তিযুদ্ধে ভাষা আন্দোলনের প্রভাব প্রসঙ্গে , ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ এর ঘটনাপ্রবাহ এবং বাঙালির জাতীয়তাবাদ প্রসঙ্গে এবং একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক পটভূমি প্রসঙ্গে দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ তাঁদের বিশ্লেষণমূলক বক্তব্য উপস্থাপন করেন।