বৃষ্টিভেজা বিকেল – মোঃ আঃ কুদদূস
বৃষ্টিভেজা বিকেল যেন কাঁচের ভেতর আটকে পড়া স্মৃতির জলছবি
জানালার কাঁচে জলরেখা টেনে দেয় এক একজন নীরব চিত্রশিল্পী
ছায়ার মতো সরে যায় আলো
মেঘ যেন বিষণ্ণ প্রাচীন ভ্রমণকারীর মতন—বুকে জমে থাকা শব্দ ঝরিয়ে দেয়
রেললাইন পেরিয়ে যে স্বপ্ন চূড়া
সে যেন হারিয়ে যাওয়া ভালোবাসার শেষ ছায়া—
ছাতা ছাড়া, অথচ ভিজে না—
অবিকল উপন্যাসের চরিত্র, বাস্তবের পাতায় হেঁটে বেড়ায়
এক কাপ চা ঠান্ডা
তবু তার ভাপে এখনো ভাসে তোমার ফেলে যাওয়া হাসি
কুয়াশার চাদরে গানের সুর
মনে হয়, আকাশ নিজেই আজ গায় বিষণ্ণ রবীন্দ্রসঙ্গীত
এই বিকেল, সময়ের গায়ে আঁকা এক অসমাপ্ত কবিতা
যেখানে ভালোবাসা রূপ নেয় নীরব ধ্বনির
মোঃ আঃ কুদদূস
২০ মে ২০২৫।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।