হার…. ইন্দ্রজিৎ দে
কতদিন পরে দেখা হলো
অবাক হয়েছো নিশ্চয়
আমি কি করে এখানে
কি অসাধারণ ভাগ্যের খেলা
ভুলে গেছে তা আমি জানি
তুমি ভেবেছিলে দেখা আর হবে না
কিন্তু দেখা হয়ে গেলো
তাও আজ তোমার প্রয়োজনে
জানতে চাইবেনা আমি কেমন আছি
নাকি সেটা আজ জানবে না
তবে আমি অনেক অনেক ভাল আছি
দেখতে পাচ্ছো শুনেছো নিশ্চয়
আমি জানি কেন তুমি আমার দুয়ারে
বিধাতার খেলা বড় অদ্ভুদ
কাকে কখন কার দূয়ারে নিয়ে যায়
তার রহস্য একমাত্র তিনি জানেন
তুমি ভেবে ছিলে তোমার সাথে দেখা হবে না
কিন্তু তুমি হেরে গেলে আমার কাছে
আমি কিন্তু আগের মত আছি
যখন তোমার সাথে ছিলাম
মেয়েটা এখনো বলে বাবা মা কোথায়
কি বলবো শুধু একটা ডায়লগ
বাবা মা ওই চাঁদের দেশে গেছে
আসবে কবে এর উত্তর বলে যাই
হয়তো কোনদিন হয়তো না
না টা বলতে দুচোখে জল গড়িয়ে যেত
মেয়ে বলতো বাবা তুমি কাঁদো কেন
আমার মা লাগবে না বাবা তুমি শুধু থেকো
মেয়েটি এখন আর মা মা করে কাঁদে না
তুমি তোমার সুখের কথা ভেবেছো
স্বামী সন্তানের কথা ভাবোনি
সুখ ক্ষণিকের তা সম্মুখীন হতে হয়
আমি তো মনের সুখ চেয়ে ছিলাম
যার কাছে সব সুখ তুচ্ছ কিন্ত তুমি হেরে গেলে
অবলীলায় অভাবনীয়ভাবে সময়ের কাছে।
ইন্দ্রজিৎ দে