প্রশ্ন তুমি করতেই পারো প্রিয়
উত্তর আমি জানি আর না-জানি
সত্যি কিন্তু তুমিএ বুকের বামে
অনাবিল এক পৌরাণিক কাহিনী।
আকাশ তুমি দিতেই পারো টেনে
আমিও না-হয় ভাবলাম ছাইপাঁশ,
তোমার দু’চোখে বিক্রি করেছে মন
আমার ক্যালেন্ডারের এগারো,বারমাস।
আজ ঘুড়ির সূতোও কাটতে মানা নেই
পাল্লা দিয়ে ওড়াও যেতেই পারে
একলা জিতে কি করবে-গো তুমি
এই ভালবাসা যদি চৌরাস্তায় হারে।
তুমি মৃত্যুদন্ড ঘোষণা দিলেও আমার
আমি খেতে চাইবো তোমার প্রেমের বড়ি
যদি জিজ্ঞেস করো-গো এমনটা কেনো?
তবে প্রেম দেখাবো মেপে সতেরো ভরি।
খবরের কাগজে যাই ছাপা হয় হোক
আমি তোমাকে চাই আমার বামে ডানে
তোমাকে জানাবো ভোরের অভিবাদন
শিউলি বকুল আর পাখিদের গানে।
লুকিয়ে কান্না হাজার মানুষ কাঁদে
আমারও আছে পাহাড়ের সাথে কথা
তুমি চলে যাও নিজের মতোই হেঁটে
আমি দাম দিয়ে কিনি বেকার বিষন্নতা।
সাঁঝের পাখি গান গেয়েছে শুধু
জ্বালেনি সে-তো আমার ঘরের আলো
আমার এ মনের, সেলাই খুলেছে কেনো?
আমার থেকেও দর্জিই জানে ভালো।
পৌরাণিক প্রেম
/
ইবনে সুমন
২৩/৫/২৫
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার-২০২২ পেলেন ১৫ জন বিশিষ্ট লেখক
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।