এ ঘরের জানালাটা খুলে রাখা যায় না – মোহাম্মদ রফিক উজ্জামান

Picsart_22-02-01_15-36-36-639.jpg

এ ঘরের জানালাটা খুলে রাখা যায় না
ওপারের জানালায় চেয়ে থাকা যায় না
ওপারে যে থাকে তাকে কাছে ডাকা যায় না ।।

দেখা-অদেখার এক লুকোচুরি চলছে
যার কথা মনে মনে সে-ই একা বলছে
কপালের দোষ ধরে
অযথা আপোষ করে – মন ঢাকা যায় না ।।

সাধ হয় ভুলে যাই এই বৈরাগ্য
জানালাটা খুলে দেখি কী লিখেছে ভাগ্য !

চোখে পড়া চোখ তার দেখি না কী বলবে
হয়তো বা গলে যাবে, নয় ক্রোধে জ্বলবে ।
যা হবার তা-ই ভবী
না দেখে অলীক ছবি – আর আঁকা যায় না ।।

মোহাম্মদ রফিক উজ্জামান
০১/ ০২/ ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top