নিয়তি – হাবীবুল্লাহ সিরাজী
যে ডালে পাখির বাসা সে ডালেই সাপ
যেই গল্পে পিপীলিকা সেই গল্পে পাপ
যে পাতায় অমাবস্যা সে পাতায় চাঁদ
যেই মূলে মুক্তধারা সেই মূলে ফাঁদ
যে বৃক্ষে নদীর টান সে বৃক্ষেই চর
যেই জলে নিজ স্বত্ব সেই জলে ডর
কাফনে পকেট নেই তবু রাজা জমায় সম্পদ
প্রজার পেয়ালা নেই তবু নাচে ক্ষুধার নারদ
হাবীবুল্লাহ সিরাজী
কবি ও লেখক,
বাংলা একাডেমি মহাপরিচালক