দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ অভিযোগের বিষয়ে ১টি অভিযানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সাগর চৌধুরীঃ নোয়াখালী সরকারি কলেজ এর অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে কলেজে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখায় ঘুসের বিনিময়ে নির্ধারিত আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি, পুকুড়পাড়ে গাইডওয়াল নির্মাণে অনিয়ম ও কলেজ ফান্ডের অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক জেলা কার্যালয়, নোয়াখালী হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
আজজের অভিযান পরিচালনা কালে দ্বাদশ শ্রেনীর বিজ্ঞান শাখায় আসন সংখ্যা ৩০০ জন হলেও অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
কলেজ এর পুকুরের গাইড ওয়াল নির্মাণ সংক্রান্ত কাজ সরেজমিনে পরিদর্শন করা হয় এবং এ সংক্রান্ত অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেছে।
এখনো নির্মাণ কাজের কোন বিল পরিশোধ করা হয়নি।
এছাড়া রেকর্ডপত্র পর্যালোচনায় বন বিভাগের অনুমতি ব্যতিত গাছ কাটার অভিযোগটি সত্য নয় মর্মে প্রাথমিক ভাবে প্রতীয়মান হয়।
অন্যান্য অভিযোগ সমূহের তথ্যানুসন্ধান এখনো চলমান রয়েছে।
আরও সংবাদ পড়ুন।
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস সহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
আরও সংবাদ পড়ুন।
বন্ড লাইসেন্সে রাজস্ব ফাঁকি – ফাঁসলেন ১০ কাস্টমস কর্মকর্তা সহ ১৩ জন
আরও সংবাদ পড়ুন।
১০ লাখ টাকা ঘুষ নেয়ার অপরাধে উপ-কর কমিশনার মহিবুল ইসলামকে আটক করেছে দুদক