১০ লাখ টাকা ঘুষ নেয়ার অপরাধে উপ-কর কমিশনার মহিবুল ইসলামকে আটক করেছে দুদক

Picsart_23-04-04_23-47-56-781.jpg

১০ লাখ টাকা ঘুষ নেয়ার অপরাধে উপ-কর কমিশনার মহিবুল ইসলামকে আটক করেছে দুদক

অপরাধ প্রতিবেদকঃ এবারে ১০ লাখ টাকা ঘুষ নেয়ার সময় উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল২০২৩) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক সচিব মাহবুব হোসেন।

মাহবুব হোসেন জানিয়েছেন, রাজশাহীতে আয়কর অফিসে একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন মহিবুল ইসলাম ভূঁইয়া।

প্রথম কিস্তি হিসেবে আজ ১০ লাখ টাকা দেন। এ টাকা দেয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়।

দুদক সচিব আরও জানান, দুদকের রাজশাহী জেলা কার্যালয় থেকে ফাঁদ কার্যক্রম পরিচালনা করাকালীন এই অভিযোগ পায় তারা। অভিযোগের সত্যতা খুজতে দুদক উপ-পরিচালক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযানে গেলে হাতেনাতে ধরা পড়ে মহিবুল।

তার বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিকে আদালতে তোলার কথা জানানো হয় ব্রিফিংয়ে।

আরও সংবাদ পড়ুন।

চোখ-কান খোলা রাখবে দুদক – দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ

আরও সংবাদ পড়ুন।

উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতি – রাষ্ট্রপতি আবদুল হামিদ

আরও সংবাদ পড়ুন।

জনসচেতনতাই রুখবে দুর্নীতি – দুদক সচিব মাহবুব হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top