উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতি – রাষ্ট্রপতি আবদুল হামিদ

Picsart_23-03-21_00-02-15-170.jpg

উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতি – রাষ্ট্রপতি আবদুল হামিদ

বিশেষ প্রতিবেদকঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতি।’ সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বঙ্গভবনে রাষ্ট্রপতির নিকট কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২২ পেশ করলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে উন্নয়নের প্রতিটি খাতে দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সর্বাত্মক প্রয়াস চালানোর নির্দেশ দেন রাষ্ট্রপতি।

দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক এবং সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্টপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাতকালে দুদক চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

দেশের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরে রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন ।

দুর্নীতি দমন করতে গিয়ে কমিশনের কোন কর্মকর্তা-কর্মচারী যাতে দুর্নীতির সঙ্গে জড়িত না হয় সেটা নিশ্চিত করার নির্দেশ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

আরও সংবাদ পড়ুন।

শেখ হাসিনা প্রতিকূল রাজনীতির স্রােত ঠেলে এগিয়ে চলেছেন দুর্বার গতিতে – রাষ্ট্রপতি

আরও সংবাদ পড়ুন।

ডাক্তারা অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগী হয়রানি করবেন না – রাষ্ট্রপতি

আরও সংবাদ পড়ুন।

২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top