অধ্যাপক হলেন ৬৮৬ জন
শিক্ষা প্রতিবেদকঃ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৬ জন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছে।
সোমবার(২০ মার্চ২০২৩) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের একই আদেশে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পদোন্নতি পেয়ে অধ্যাপক হওয়া শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মধ্যে অর্থনীতির ৩৮ জন, আরবির দুই, ইসলাম শিক্ষার ১৩, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ৩৭, ইংরেজির ৫৯, ইতিহাসের ৩৪, উদ্ভিদবিদ্যার ৩৪, গার্হস্থ্য অর্থনীতির দুই, গণিতের ৩০, দর্শনের ৩৩, পদার্থবিদ্যর ৩৬, পরিসংখ্যানের চার, প্রাণিবিদ্যার ৩৭, বাংলার ৬১, ব্যবস্থাপনার ৪৮, ভূগোলের ১৮, মার্কেটিংয়ের এক, মৃত্তিকাবিজ্ঞানের এক, মনোবিজ্ঞানের সাত, রসায়নের ৪২, রাষ্ট্রবিজ্ঞানের ৬৫, সমাজকল্যাণের ১৪, সমাজবিজ্ঞানের ১৬, হিসাববিজ্ঞানের ৪৭, বাংলার (টিটিসি) এক, রাষ্ট্রবিজ্ঞানের (টিটিসি) এক, ইতিহাসের (টিটিসি) এক, বিজ্ঞানের (টিটিসি) এক, গণিতের (টিটিসি) এক, শিক্ষার (টিটিসি) এক ও গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ের (টিটিসি) একজন রয়েছেন।
দেশের ৩২৭টি সরকারি কলেজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শিক্ষা ক্যাডারে শিক্ষকের পদ রয়েছে ১৫ হাজার ১১২টি। এর মধ্যে বর্তমানে শূন্য রয়েছে প্রায় দেড় হাজারটি। এর প্রায় সবই ঢাকার বাইরের উপজেলা ও মফস্বলের কলেজে। সরকার সম্প্রতি আরও বেশ কিছু কলেজকে সরকারীকরণ করেছে।
আরও সংবাদ পড়ুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থীর অর্ধেক হবে সান্ধ্য কোর্সে
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
অনিয়ম ও দুর্নীতিতে ডুবছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর – দুদকে মামলা ও তলব