২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি ঘোষণা করেছেন।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি২০২৩) নির্বাচন ভবনের এ ঘোষণা দেন কাজী হাবিবুল আউয়াল।
এর আগে গতকাল রোববার রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিন চুপ্পুর মনোনয়নপত্র নির্বাচনি কর্তার কাছে জমা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আজ সোমবার দুপুরে মনোনয়নপত্র দুটি বাছাই করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। একাধিক প্রার্থী না থাকায় এ পদে ভোটের প্রয়োজন হলো না।
সিইসি হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনী কর্মকর্তা হিসেবে একটি মনোনয়নপত্র গ্রহণ করেছি। আরেকটি মনোনয়নপত্র গ্রহণের আবশ্যিকতা সেই কারণে ছিল না। মো. সাহাবুদ্দিনকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজকেই প্রজ্ঞাপন আমরা পাঠিয়ে দেবো।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেবেন
আরও সংবাদ পড়ুন।
শেখ হাসিনা প্রতিকূল রাজনীতির স্রােত ঠেলে এগিয়ে চলেছেন দুর্বার গতিতে – রাষ্ট্রপতি