জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অফিস সহকারীদের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে দুদকের অভিযান

Picsart_22-11-23_12-01-41-068.jpg

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অফিস সহকারীদের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে দুদকের অভিযান

সাগর চৌধুরীঃ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ হতে বরাদ্দপ্রাপ্ত জমির ফরমেট নকশা অনুমোদন ও বাস্তব দখল বুঝিয়ে না দিয়ে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে আজ (১২ ফেব্রুয়ারী২০২৩) দুদক, প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযান কালে বিভিন্ন শাখার অফিস সহকারীদের পরস্পরের যোগসাজশে ফাইল আটকে রেখে হয়রানির ঘটনার সত্যতা পাওয়া যায়।

৭ বছর আগে আবেদনকৃত একটি ফাইল নিষ্পত্তি করতে দীর্ঘ সময় ধরে আটকে রেখে অফিস সহকারী কর্তৃক ঘুষ গ্রহণের প্রাথমিক সত্যতা পায় টিম।

এসময় অভিযোগকারীকে নিয়ে উপপরিচালক, পরিচালক (প্রশাসন) এর সাথে ফাইল নিষ্পত্তিতে বিলম্বের কথা জিজ্ঞেস করলে সিবিএ এর কাছে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে প্রশাসন দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।


অভিযানে একজন অফিস সহাকারীর কক্ষে কম্পিউটারে দাপ্তরিক গুরুত্বপূর্ণ কাজ করতে দেখা যায় একজন বহিরাগতকে। টিমের উপস্থিতি টের পেয়ে অন্যান্য শাখা থেকে দ্রুত পালিয়ে যায় বহিরাগতরা।

অন্যদিকে সিটিজেন চার্টারে উল্লিখিত সময়ের মধ্যে কোন কাজ সম্পাদন না হওয়া, সকল কাজে হয়রানিসহ সুনির্দিষ্ট তথ্য প্রদানে অনীহা প্রকাশ, পুরো অফিসে দালালের দৌরাত্ম্য বিরাজমানসহ প্রশাসনের উদাসীনতা এবং দায়িত্বে অবহেলাসহ নানা অসামঞ্জস্যতা পরীলক্ষিত হয়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ জানান, রেকর্ড পত্র পর্যালোচনা করে কমিশনের নিকট শীঘ্রই অনুসন্ধান প্রতিবেদন পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top