গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস সহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Picsart_23-05-30_14-59-28-447.jpg

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস সহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সাগর চৌধুরীঃ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল ইসলামসহ গ্রামীণ টেলিকমের বোর্ডের সদস্যগণের উপস্থিতিতে গ্রামীণ টেলিকমের ৯/৫/২০২২ খ্রি: তারিখ অনুষ্ঠিত ১০৮তম বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা ব্যাংক লি: গুলশান শাখায় ৮/৫/২০২২ খ্রিঃ তারিখে একটি হিসাব খোলা হয়, যার নং ২১৫১৫০০০০২৫৬৮। গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পাওনা লভ্যাংশ বিতরণের জন্য গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং গ্রামীণ টেলিকম এর সাথে সেটেলমেন্ট এগ্রিমেন্ট চুক্তি ২৭ এপ্রিল, ২০২২ খ্রি: তারিখে স্বাক্ষরিত হয়। গ্রামীণ টেলিকমের বোর্ড সভার হিসাব খোলার সিদ্ধান্ত ৯/৫/২০২২ খ্রি: তারিখে হলেও তার একদিন পূর্বেই ব্যাংক হিসাব খোলা হয় এবং সেটেলমেন্ট এগ্রিমেন্ট ২৭/৪/2022 খ্রি: তারিখে হলেও এই এগ্রিমেন্টে ৮/৫/২০২২ খ্রিঃ তারিখে খোলাকৃত ব্যাংক হিসাব দেখানো আছে, যা বাস্তবে অসম্ভব।

এ রকম ভুয়া সেটেলমেন্ট এগ্রিমেন্টের শর্ত অনুযায়ী ও ১০৮তম বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক গ্রামীণ টেলিকমের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি: মিরপুর
শাখার একাউন্ট নম্বর-০৫৬১৩০১০০০০০০০১০ থেকে গ্রামীণ টেলিকম এর ঢাকা ব্যাংক লিঃ গুলশান শাখার হিসাব নং ২১৫১৫০০০০২৫৬৮ এ ১০মে, ২০২২ খ্রি: তারিখে ৪৩৭.০১.১২,৬২১.০০ টাকা স্থানান্তর করা হয়।

পরবর্তীতে, ২২ জুন, ২০২২ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত গ্রামীণ টেলিকমের ১০৯তম বোর্ড সভায় সিদ্ধান্ত অনুযায়ী, অতিরিক্ত ১,৬৩,৯১,৩৮৯.০০ টাকা প্রদানের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। ফলে, ঢাকা ব্যাংক লিমিটেড গুলশান শাখার হিসাব নং ২১৫১৫০০০০২৫৬৮ হতে গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়ন নামীয় ডাচ বাংলা ব্যাংক লি: লোকাল অফিস এর হিসাব নং-১০১১১০০০৪৭১৭২ এ ১৭মে,২০২২ খ্রিঃ তারিখে ১০.০০ কোটি টাকা, ২৫মে, ২০২২ খ্রি:
তারিখে ১৪.৫৮,১৫,৩৯১.০০ টাকা এবং ৩০মে, ২০২২ খ্রি: তারিখে ১,৬৩.৯১.৩৮৯.০০ টাকাসহ সর্বমোট ২৬,২২,০৬,৭৮০.০০ টাকা স্থানান্তর করা হয় কিন্তু কর্মচারীদের লভ্যাংশ বিতরণের পূর্বেই তাদের প্রাপ্য অর্থ তাদের না জানিয়েই অসৎ উদ্দেশ্যে আত্মসাতের অভিপ্রায়ে সিবিএ নেতা মোঃ কামরুজ্জামান এর ডাচ বাংলা ব্যাংক লি: মিরপুর শাখার হিসাব নম্বর ১১৫১৫৭০০৪২৬৮২তে ২৫ মে ২০২২ খ্রি: তারিখে ২.৫০ কোটি টাকা এবং ০২জুন, ২০২২ খ্রি: তারিখে ৫০.০০ লক্ষ টাকা, সিবিএ নেতা মাইনুল ইসলাম এর ডাচ বাংলা ব্যাংক লি: মিরপুর শাখার হিসাব নং ১১৫১৫৭০০৪২৯০৮ এ ২৬ মে ২০২২ খ্রিঃ তারিখে ২.০০ কোটি টাকা এবং ০২ জুন ২০২২ খ্রি: তারিখে ১.০০ কোটি টাকা, সিবিএ নেতা ফিরোজ মাহমুদ হাসান এর ডাচ বাংলা ব্যাংক মিরপুর শাখার হিসাব নং ১১৫১৫৭০০৪২৫৬৫ এ ২৬ মে ২০২২ খ্রিঃ তারিখে ২.৫০ কোটি টাকা এবং ০২ জুন ২০২২ খ্রিঃ তারিখে ৫০.০০ লক্ষ টাকা স্থানান্তর করা হয় এবং একইভাবে এডভোকেট মোঃ ইউসুফ আলীর Commercial Bank of Ceylon
ধানমন্ডি শাখার হিসাব নং ০৮৮০৫০০১২২৩ এ ৪.০০ কোটি টাকা এবং দি সিটি ব্যাংক লি: গুলশান শাখার হিসাব নং ২৮০১১৮৬৭১৫০০১ এ ৫.০০ কোটি টাকা ও এড. জাফরুল হাসান শরীফ এবং এড. মো: ইউসুফ আলী কর্তৃক
স্ট্যান্ডার্ড টাচার্ড ব্যাংক লি: এর গুলশান নর্থ শাখায় যৌথ হিসাব নং ১৮৫৯৮১৪৭৫০১ এ ২৯মে, ২০২২ খ্রি: তারিখে ৬.০০ কোটি স্থানান্তর করা হয়, যা তাদের প্রাপ্য ছিল না।

রেকর্ডপত্রাদি বিশ্লেষণে দেখা যায়, এডভোকেট ফি হিসেবে প্রকৃতপক্ষে হস্তান্তরিত হয়েছে মাত্র ১.০০ কোটি টাকা। বাকী (২৬,২২,০৬,৭৮০.০০ – ১,০০,০০,০০০,০০) = ২৫,২২,০৬,৭৮০,০০ টাকা গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, বোর্ড সদস্যদের সহায়তায় গ্রামীণ টেলিকমের সিবিএ নেতা এবং এডভোকেটসহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ অসৎ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে সেটেলমেন্ট এগ্রিমেন্টের শতার্দি লঙ্ঘনপূর্বক জাল-জালিয়াতির আশ্রয়ে গ্রামীণ টেলিকম থেকে উক্ত অর্থ আত্মসাতপূর্বক অপরাধলব্ধ অর্থ স্থানান্তর/রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে আত্মসাত করেছেন, যা দন্ডবিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় আসামী প্রফেসর মুহাম্মদ ইউনূস, চেয়ারম্যান, গ্রামীণ টেলিকমসহ ১৩ জনের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)(৩) ধারায় অদ্য ৩০/৫/২০২৩ খ্রি: তারিখে উপপরিচালক মো: গুলশান আনোয়ার প্রধান কর্তৃক একটি মামলা রুজু করা হয়।

দুদক, সজেকা, ঢাকা-১ এর মামলা নং: ১২, তারিখ: ৩০/৫/২০২৩ খ্রি:

আসামীগণের তালিকা:
(১) প্রফেসর মুহাম্মদ ইউনুস (৮২), চেয়ারম্যান, গ্রামীণ টেলিকম, পিতা-হাজী মুহাম্মদ দুলা মিয়া, বর্তমান ঠিকানাঃ “রূপায়ন
সিগনেচার” ১৬/বি (লেভেল-১১), রোড নং-৮৪, গুলশান-০২, ঢাকা: স্থায়ী ঠিকানা: “নিরিবিলি”, মেডিকেল কলেজ রোড, থানাঃ
পার্চলাইশ, জেলা: চট্টগ্রাম,

(২) মোঃ নাজমুল ইসলাম (৫০), ব্যবস্থাপনা পরিচালক, গ্রামীণ টেলিকম, পিতা-এ কে এম আব্দুল মতিন, বর্তমান ঠিকানা: পাঠানস্
ব্যাবিলন, ফ্ল্যাট-সি-১, বাড়ি নং ১৩/১৩, ব্লক-বি, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭; স্থায়ী ঠিকানা- গ্রামঃ বাটরা (মজুমদার
বাড়ী), ডাকঘর ও থানা: সোনাইমুড়ী, জেলা: নোয়াখালী,

(৩) মোঃ আশরাফুল হাসান (৬৩), পরিচালক ও প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক, গ্রামীণ টেলিকম, বর্তমান ঠিকানা: হাউজ নং-২৬,
ৰোড নং-১, সেক্টর-১, উত্তরা (পশ্চিম), ঢাকা-১২৩০ ও হাউজ নং-১৫, রোড নং-১৭, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০, পিতাঃ
সামচুল হক, স্থায়ী ঠিকানা: বাজার বাগন, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা-৪:
(৪) পারভীন মাহমুদ (৬২), পরিচালক, গ্রামীণ টেলিকম,স্বামী: আনিসুল ইসলাম মাহমুদ, পিতাঃ মোঃ লুৎফর রহমান বর্তমান
ঠিকানাঃ হাউজ নং-৭, রোড নং-১১৭, গুলশান, ঢাকা-১২১২, স্থায়ী ঠিকানা: আহসান উল্লাহ চৌধুরীর বাড়ি গ্রাম: ছাদেকনগর,
ডাকঘর: মির্জাপুর, থানা: হাটহাজারী, জেলা: চট্টগ্রাম,

(৫) নাজনীন সুলতানা (৬১), পরিচালক, গ্রামীণ টেলিকম, স্বামী: মো: জসিম উদ্দিন, পিতাঃ আবুল ফারাহ, বর্তমান ঠিকানা:
এ্যাপার্টমেন্ট নং-৪/সি, হাউজ নং-৬৭/সি, রোড নং-৬/এ, উত্তরাঙ্গন, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, ঢাকা-১২১২; স্থায়ী
ঠিকানা: “সুনিবীড়” ২৫ নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা এবং গ্রাম ও ডাকঘরঃ পূর্ব গোমদণ্ডি, থানা: বোয়ালখালী, জেলা: চট্টগ্রাম:
(৬) মোঃ শাহজাহান (৬৫), পরিচালক, গ্রামীণ টেলিকম, পিতাঃ মোঃ বদিউজ্জামান বর্তমান ঠিকানা: ফ্ল্যাট নং-২বি, হাউজ নং-
১৮/এ, রোড নং-০৩, পুরাতন ডিওএইচএস, বনানী, ঢাকা-১২১৩,

(৭) নূরজাহান বেগম (৭২), পরিচালক, গ্রামীণ টেলিকম, স্বামী: কে. এম আসাদুজ্জামান, পিতা: আহম্মেদ মিয়া, বর্তমান ঠিকানা:
বাড়ী নং-১৩৪৭, এভিনিউ-২, মিরপুর ডিওএইচএস, মিরপুর, ঢাকা ও গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স, বড়বাগ, মিরপুর-২, ঢাকা-১২১৬
স্থায়ী ঠিকানা: গ্রাম: বৌহা, ইউনিয়ন: শোয়াপুর, থানা: ধামরাই, জেলা: ঢাকা,

(৮) এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী (৬২), পরিচালক, গ্রামীণ টেলিকম, পিতাঃ এস এম এনামুল হক লতিফী, বর্তমান ঠিকানা:
৮৯, ম্যাগনোলিয়া, মল্লিকা-৫বি, পশ্চিম সেনপাড়া পর্বতা, মিরপুর, ঢাকা-১২১৬;
(৯) এডভোকেট মোঃ ইউসুফ আলী (৪২), চেম্বার: এটনীস, বাড়ি নং-৪৮৭ (৩য় তলা), সড়ক নং-৩২, নিউ ডিওএইচএস,
মহাখালী, ঢাকা: বর্তমান ঠিকানা: এপার্টমেন্ট নং-জি-১১ কুইনস গার্ডেন হাউজ, ১৫ নিউ ইস্কাটন রোড, ঢাকা: পিতাঃ মোঃ খলিলুর
রহমান, স্থায়ী ঠিকানাঃ গ্রাম-কয়ড়াবাড়ি ওয়ার্ড নং-০৯, ইউনিয়ন: তাজপুর, থানাঃ সিংড়া, জেলা: নাটোর;

(১০) এডভোকেট জাফরুল হাসান শরীফ (৪৭), চেম্বার: এটনীস, বাড়ি নং-৪৮৭ (৩য় তলা), সড়ক নং-৩২, নিউ ডিওএইচএস,
মহাখালী, ঢাকা: বর্তমান ঠিকানা: বাড়ি নং-ই/২০, আরামবাগ, ওয়ার্ড নং-০৬, সেকশন-০৭, পল্লবী, মিরপুর-১২, ঢাকা, পিতাঃ
আবুল হোসেন শিকদার, স্থায়ী ঠিকানা: গ্রাম-রামনগর, ওয়ার্ড নং-০৩, ডাকঘর- রাজারহাট, থানা: যশোর সদর, জেলা- যশোর;

(১১) মোঃ কামরুজ্জামান (৩৯), সভাপতি, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, পিতা: আলী আকবর মিয়া, বর্তমান ঠিকানাঃ
বাড়ি নং-০৬ (২য় তলা), সড়ক নং-০৮, বসতি হাউজিং, মিরপুর-২, ঢাকা-১২১৬, স্থায়ী ঠিকানা: ওয়ার্ড নং ০১, ইউনিয়ন:
মহিলার, উপজেলা: ভেদরগঞ্জ, জেলা: শরিয়তপুর,

(১২) ফিরোজ মাহমুদ হাসান (৪৩), সাধারণ সম্পাদক, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, পিতাঃ মোহাম্মদ আলী মিয়া,
স্থায়ী ও বর্তমান ঠিকানাঃ হোল্ডিং নং-২৫৯/৪, পশ্চিম মানিকদী, ওয়ার্ড নং-১৫, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ও

(১৩) মোঃ মাইনুল ইসলাম (৪০), প্রতিনিধি, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, পিতাঃ মোঃ নুরুল ইসলাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা-বাড়ি নং-০৩, সড়ক নং-০৮, ওয়ার্ড নং-০৮, সেকশন-১, ব্লক-সি, শাহআলী, মিরপুর, ঢাকা।

আরও সংবাদ পড়ুন।

দুবাইয়ের ৪৫৯ জন বাংলাদেশী’র বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আরও সংবাদ পড়ুন।

চোখ-কান খোলা রাখবে দুদক – দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ

আরও সংবাদ পড়ুন।

জনসচেতনতাই রুখবে দুর্নীতি – দুদক সচিব মাহবুব হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top