বোরহানউদ্দিনে উত্তর কুড়ালিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়টি বন্ধ; সরকারের বরাদ্দ আত্মসাৎ
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়টি বন্ধ থাকে, যদিও সরকারি বিধিবিধান মতে স্কুলটি খুলে রাখার কথা। স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে এসে ফিরে যায়। কিন্তু কোন টিচার স্কুলে থাকেন না। সরকারী অর্থআত্মসাৎ করারও অভিযোগ স্কুলটির সভাপতি এবং স্কুলটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
স্থানীয়রা অভিযোগ করেন, কোন কাজ করেন না তারা। এমনকি মাসে এক দিন বা দুইদিন স্কুলে এসে হাজিরা খাতায় সাইন করে আবার বাড়ীত চলে যান শিক্ষকরা।
ভিডিও দেখুন।
স্থানীয়দের একাধিক অভিযোগের ভিত্তিতে আজ সোমবার (২৯মে ২০২৩) দুপুরে বড়মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে উপস্থিত হলে স্কুলটি বন্ধ পাওয়া যায়।
বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়টি কেন বন্ধ?
স্কুলের শিক্ষকগণ কেন স্কুলে উপস্থিত নেই? বিষয়টি সম্পর্কে জানতে, বোরহানউদ্দিন উপজেলা সহকারি প্রথমিক শিক্ষা কর্মকর্তা ও চলতি দায়িত্ব শিক্ষা কর্মকর্তা হীরামন বৈধ্য এর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।
ভিডিও দেখুন।
ভোলা জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা, আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ট্রনিং এ বরিশাল আসছি। আপনার কাছে স্কুল বন্ধ থাকার বিষয়ে জেনেছি। আমি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহন করব।
স্থানীয়রা অভিযোগ করেন, বড়মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের নামে লক্ষ লক্ষ টাকা সরকারের বরাদ্দ হলেও কোন কাজ করেন না, সভাপতি এবং প্রধান শিক্ষক। মিথ্যা বিল ভাইচার দিয়ে টাকা তুলে নিজেরাই আত্মসাৎ করেন। দিনের পর দিন সরকারি প্রতিষ্ঠানটি বন্ধ থাকলেও কোন আইনগত পদক্ষেপ নিচ্ছেন না উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ভোলা জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে ৫৭ নং হাসাননগর সরকারি প্রথমিক বিদ্যালয়টি বন্ধ; সরকারি বরাদ্দ আত্মসাৎ
আরও সংবাদ পড়ুন।